নতুন পে-স্কেল কার্যকর নিয়েও ক্ষুব্ধ শিক্ষকরা

Home Page » শিক্ষাঙ্গন » নতুন পে-স্কেল কার্যকর নিয়েও ক্ষুব্ধ শিক্ষকরা
রবিবার, ১২ জুলাই ২০১৫



1436617870Humanchain mtnews24 300x168 নতুন পে স্কেল কার্যকর নিয়েও ক্ষুব্ধ শিক্ষকরাবঙ্গনিউজ ডটকমঃনতুন পে-স্কেল কার্যকর নিয়েও ক্ষুব্ধ শিক্ষকরা। পহেলা জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে তা না হওয়ায় এই শিক্ষকদের সঙ্গে সরকার বিমাতাসূলভ আচরণ করছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করা হয়।

সরকারি চাকরিজীবীদের সঙ্গে নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বেশ কিছু দিন ধরেই দাবি জানিয়ে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য বাবু অর্জিত কুমার সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তফাজ্জল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঢাকা জেলা সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্ত না করে বিমাতাসূলভ আচারণ করছে সরকার। একদিনে জাতীয় বেতন স্কেলভুক্ত সব কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেল পাবেন অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হবেন। এই বৈষম্য মেনে নেয়া যায় না।’

দেশের ৯৮ ভাগ শিক্ষার দায়িত্ব বহন করছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা- এমন দাবি করে তিনি জোর গলায় বলেন, ‘তাদের পে স্কেল বঞ্চিত করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব নয়।’

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, ‘সরকার মিথ্যা মামলা দিয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ৬ মাস আটকে রেখেছে । তিনি অসুস্থ। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে সরকার। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য বাবু অর্জিত কুমার সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তফাজ্জল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঢাকা জেলা সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ৫:৩০:২৮   ৩৫৩ বার পঠিত  




শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ