বিনা ভিসায় বাংলাদেশীরা ঘুরতে পারেন যেসব দেশে

Home Page » বিশ্ব » বিনা ভিসায় বাংলাদেশীরা ঘুরতে পারেন যেসব দেশে
রবিবার, ১২ জুলাই ২০১৫



Passport 300x168 বিনা ভিসায় বাংলাদেশীরা ঘুরতে পারেন যেসব দেশেবঙ্গনিউজ ডটকমঃএবারের ঈদে যারা বিনা ভিসায় দেশের বাইরে ঈদের ছুটি কাটাতে চান তাদের জন্য একটি তালিকা দেওয়া হলো। এ তালিকায় রয়েছে সেসব দেশের নাম ও দরকারী তথ্য যেখানে বিনা ভিসা বা অন অ্যারাইভেলে যাওয়া যায়।   ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে: •    এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা) •    শ্রীলংকা (৩০ দিন) আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস) •    মালাউই (৯০ দিন) •    সেশেল (১ মাস) •    আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন) •    হাইতি (৩ মাস) •    গ্রানাডা (৩ মাস) •    সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস) •    সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস) •    টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন) •    মন্টসের্রাট (৩ মাস) •    ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন) •    ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস) •    কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন) •    নাউরু (৩০ দিন) •    পালাউ (৩০ দিন) •    সামোয়া (৬০ দিন) •    টুভালু (১ মাস) •    নুউ (৩০ দিন) •    ভানুয়াটু (৩০ দিন) •    মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম। এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে: •    এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার) •    জর্জিয়া (৩ মাস) •    লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার) •    মালদ্বীপ(৩০ দিন) •    মাকাউ (৩০ দিন) •    নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার) •    সিরিয়া (১৫ দিন) •    পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার) •    আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক) •    মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ) •    মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার) •    টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) •    উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)। তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। আর আপনার কাছে ফিরতি টিকেট ও হোটেল বুকিং এর কাগজ অবশ্যই থাকতে হবে।

বাংলাদেশ সময়: ৫:২৬:১৯   ২৩০ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ