ব্রেট লি এখন সিনেমার নায়ক

Home Page » বিনোদন » ব্রেট লি এখন সিনেমার নায়ক
রবিবার, ১২ জুলাই ২০১৫



download 24 300x277 সেই ক্রিকেটার এখন সিনেমার নায়কবঙ্গনিউজ ডটকমঃনেট থেকে সেটে, সাবেক সুদর্শন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির বর্তমান দিনগুলো এভাবেই কাটছে। এক সময় যিনি ক্রিকেট বল হাতে নেট অনুশীলনে ব্যস্ত দিন কাটিয়েছেন তিনি এখন সময় কাটাচ্ছেন চলচ্চিত্রের সেটে। ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘আনইন্ডিয়ান’র শুটিং চলছে সিডনিতে। রোমান্টিক-কমেডি ধাঁচের এই ছবিতে ব্রেট লির চরিত্রটির নাম উইল, যিনি একজন স্কুলশিক্ষক। ছবিতে ব্রেট লির বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী তানিসথা চ্যাটার্জি।

ক্রিকেট আর ইন্ডিয়ান ফিল্মের ভেতরের শখ্যতা অনেক পুরোনো। তবে এবারে অস্ট্রেলিয়া-ইন্ডিয়া যৌথ প্রযোজনার ফিল্ম অস্ট্রেলিয়ান কোনো অভিনেতা নয়, খোদ ফাস্ট বোলার ব্রেট লি অভিনয় করছেন। যদিও এর আগে আশা ভোসলের মিউজিক ভিডিও আর বলিউড মুভি ‘ভিক্টোরি’তে কাজ করেছেন তিনি।

মূলত ভারতীয় চলচ্চিত্রকে অস্ট্রেলিয়ার নাগরিকদের ভেতরে ছড়িয়ে দেওয়ার কাজেই এটা একটা প্রাথমিক ভূমিকা। তাই ব্রেট লিকে গত কয়েকদিন ধরেই বিভিন্ন বলিউড মুভি দেখানো হচ্ছে। তিনি স্বাগ্রহেই দেখছেন একাধিক ছবি।

শুটিং শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে৷ তার পর অপেক্ষা ছিল, সিনেমা প্রকাশ পাবে কবে! অপেক্ষার অবসান৷ ব্রেট লি অভিনীত সিনেমা ‘আনইন্ডিয়ান’ প্রকাশ পাচেছ ১৫ অক্টোবর৷ সিনেমাটি মূলত রোম্যাণ্টিক কমেডি৷ ব্রেট লি’র বিপরীতে অভিনয় করবেন বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়৷

সিনেমাটির প্রযোজনা করেছেন সিডনিতে থাকা ভারতীয় বংশোদ্ভূত অনুপম শর্মা৷ সিনেমাটিতে যে মূল আকর্ষণ ব্রেট লি, তা এক কথায় মেনে নিচেছন প্রতিটি কলাকুশলী৷ যদিও সিনেমাটি ভারতে প্রকাশ পাবে কি না, তা নিয়ে এখনও কিছু জানা যাচেছ না৷

কর্তৃপক্ষদের তরফ থেকেও এই ব্যাপারটি নিয়ে কিছু বলা হয়নি৷ তবে ভারতে দেখা যাবে কিনা সেটা না হয় পরে জানা যাবে৷ তবে অস্ট্রেলিয়ার ৮০টি হলে দেখা যাবে ব্রেট লি অভিনীত সিনেমাটি৷ অনুপম বলছিলেন, “আশা করি অস্ট্রেলিয়ান দর্শকদের সিনেমাটি পছন্দ হবে৷ অন্য জায়গায় প্রকাশের সিদ্ধান্তটি পরে নেওয়া হবে৷

বাংলাদেশ সময়: ৫:২৪:১০   ২৮৮ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ