ভাঙা সিমে লাখোপতি!

Home Page » বিবিধ » ভাঙা সিমে লাখোপতি!
শুক্রবার, ১০ জুলাই ২০১৫



ভাঙা সিমে লাখোপতি!বঙ্গনিউজ ডটকমঃভাঙা সিম-কার্ড নিয়ে মোবাইল স্টোরে গেলেন একজন। নতুন সিম কার্ড নেওয়ার সময় মোবাইল কোম্পানির লোক তার কাছেই তার নম্বরটি জানতে চাইলেন। কিন্তু ওই ভাঙা সিমওয়ালা লোকটি যে মোবাইল নম্বর বললেন, সেটি তার নয়। যে নম্বরের উল্লেখ করলেন তিনি, সেই নম্বরের মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১৪ লক্ষ ৪৫ হাজার রুপি। ভাঙা সিম দিয়ে এই কেরামতি দেখিয়েছেন ভারতের এক প্রতারক। নিগম সোনি নামে এক ব্যবসায়ী তাজ্জব বনে গিয়েছিলেন তাঁর মোবাইলটি আচমকা বন্ধ হয়ে যাওয়ার পর। মোবাইল চালু করার পর জানতে পারলেন, তার অজান্তে তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ওই অর্থ। তবে ধরা পড়েছে প্রতারকরা।  তিন অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। এতে নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

 

কিভাবে এটি করল প্রতারক চক্র। তারা এক ব্যবসায়ীকে টার্গেট করেছিল। ওই ভাঙা সিম পাল্টাতে গিয়ে তারা আসলে মোবাইল কোম্পানির লোকের সাথে চালাকি করে ব্যবসায়ী নিগমের নম্বরের সিম নিয়ে আস্তানায় ফিরে আসে। এরপর ওই সিম মোবাইলে ঢুকিয়ে নিগমের ব্যাংকের সব তথ্য চুরি করে টাকাও উঠিয়ে ফেলে।

বাংলাদেশ সময়: ১৪:০২:০১   ৫৪৯ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ