প্রতিপক্ষ আজ বৃষ্টি!

Home Page » ক্রিকেট » প্রতিপক্ষ আজ বৃষ্টি!
শুক্রবার, ১০ জুলাই ২০১৫



প্রতিপক্ষ আজ বৃষ্টি!

বঙ্গনিউজ ডটকমঃবৃষ্টি শুরু হয়েছে আগের রাত থেকেই।

 

গতকাল সকালে সামান্য একটু বিরতি দিয়ে আবার অঝোরে শুরু হওয়া বৃষ্টিতে অনুশীলন শেষ করতে পারলো না বাংলাদেশ দল। আর দক্ষিণ আফ্রিকা দল অনুশীলনেই এলো না। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটের চেয়ে অনেক বেশি আলোচনা হলো আবহাওয়ার পূর্বাভাষ নিয়ে।

 

আর সে পূর্বাভাষ বলছে, আজ সারাদিনই বৃষ্টি হওয়ার কথা। ক্রিকেটের তেমন কোনো ঠাঁই সেখানে নেই।

 

এই বৃষ্টির সম্ভাবনা মাথায় নিয়েই আজ শুরু হওয়ার কথা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আবহাওয়া অনুকূল থাকলে দুপুর তিনটা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দু’দল মুখোমুখি হবে দিবারাত্রির এই ম্যাচে। এই সিরিজে কোনো রিজার্ভ ডে না থাকায় বৃষ্টিতে খেলা পণ্ড হলে সেটা একেবারেই পরিত্যক্ত হয়ে যাবে।

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি জয় পেলেই আইসিসি র্যাংকিংয়ের ছয় নম্বরে চলে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু সিরিজের কোনো একটি ম্যাচ পরিত্যক্ত হলে সমীকরণটা কী হবে, তা আইসিসি পরিষ্কার করেনি। তবে এটুকু বলা যায়, এই ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের এই সিরিজে আর তেমন পয়েন্ট কমার সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ার কথা।

 

বৃষ্টির এই চোখ রাঙানি উপেক্ষা করে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ালে অনেক হিসাব সামনে এসে দাঁড়াবে। প্রায় দুইদিন ধরে ঢাকা থাকা উইকেট কী আচরণ করবে, তা অনুমান করা খুবই শক্ত। তবে উইকেট না বিগড়ালে দুই দলই স্পিনে বেশি গুরুত্ব দিয়ে একাদশ করার কথা।

 

পার্ট টাইমার জেপি ডুমিনির সঙ্গে লেগস্পিনার ইমরান তাহির ও বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো থাকবেন হয়তো দক্ষিণ আফ্রিকা দলে। আর বাংলাদেশে সাকিব আল হাসানের সঙ্গী হওয়ার কথা আরফাত সানির। সেই সঙ্গে আজ অনেকদিন পর আবার ওয়ানডে খেলতে নামতে পারেন লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন। সঙ্গে নাসির, মাহমুদউল্লাহদের অফস্পিন তো থাকছেই।

 

তবে পরিস্থিতি যাই হোক, একাদশ যাই হোক, দুই দলই জয়ের জন্য আত্মবিশ্বাসী। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, তারা নিজেদের ঠিকমতো প্রয়োগ করতে পারলে সাফল্য আসবে, ‘বাংলাদেশ শেষ আট মাসে ৫০ ওভারের ক্রিকেটে বেশ ভালো করছে। যেহেতু আমরা এই ফরম্যাটের ক্রিকেটই বেশি খেলছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমাদের ভালো করার সুযোগ রয়েছে কারণ বিশ্বকাপে, পাকিস্তান ও ভারতের বিপক্ষে আমরা ভালো পারফর্ম করেছি। আশা করছি ভালো কিছু আগামীকাল দেখা যাবে।’ 

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৪২   ২৪১ বার পঠিত  




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ