দেশের ৬৮ শতাংশ তরুণ ধূমপায়ী

Home Page » ফিচার » দেশের ৬৮ শতাংশ তরুণ ধূমপায়ী
শনিবার, ২৫ মে ২০১৩



image_27366_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ধূমপানবিরোধী নানা পদক্ষেপের কথা বলা হলেও কার্যক্ষেত্রে দেশে ধূমপায়ীর সংখ্যা বেড়েই চলছে। গত এক বছরে কিশোর ও তরুণ ধূমপায়ী বেড়েছে ১১ শতাংশ। যা গত বছর ছিল ৫৭ শতাংশ। এবার বেড়ে দাঁড়িয়েছে ৬৮ শতাংশ।
জরিপে অংশ নেয়া ৬২ শতাংশের মতে, দেশে নারী ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। কিশোর ও তরুণ ধূমপায়ীর ৯৮ শতাংশই সিগারেট পান করে।  অন্যদিকে এই সময়ে দেশে মোট ধূমপায়ী বেড়েছে সাত শতাংশ। এর ফলে ৪১ শতাংশ থেকে বেড়ে মোট ধূমপায়ীর হার দাঁড়িয়েছে ৪৮ শতাংশে।
ধূমপানবিরোধী সংগঠন ‘ক্যাম্পেইন ফর ক্লিন এয়ার’ পরিচালিত বাংলাদেশে তামাকের প্রভাব সংক্রান্ত জরিপের রিপোর্টে এ তথ্যই পাওয়া গেছে।
চলতি মে মাসের প্রথমার্ধে দৈবচয়ন (র‌্যানডম) পদ্ধতিতে পাঁচশ’ জনের ওপর এই জরিপ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকা, রংপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় ক্লিন এয়ার উদ্যোগে পরিচালিত হয়।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জরিপ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইসির মহাসচিব অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আবদুস সবুর।
সভাপতিত্ব করেন নাট্যকার ও সংগঠনের আহ্বায়ক অরণ্য আনোয়ার।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, “প্রকাশ্য ধূমপান আইন কার্যকর নেই। মূলত আইনের সীমাবদ্ধতার কারণেই তা কার্যকর করা যাচ্ছে না। জরিমানা কে নেবে, কে রিসিট দেবে ইত্যাদি সমস্যা রয়েছে। এই আইনের সংস্কার করতে হবে। আমি আপনাদের এই সুপারিশগুলো সংসদে নিয়ে যাব ও এর বাস্তবায়নের চেষ্টা করব।”
জরিপ প্রতিবেদন থেকে আরো জানা যায়, জরিপে অংশ নেয়া ৯৪ শতাংশের ধারণা তরুণরা আগের চেয়ে বেশি ধূমপানের দিকে ঝুঁকছে। জরিপে অংশ নেয়া ৬৩ শতাংশের ধারণা, সিগারেটের সহজলভ্যতা ও ১৯ শতাংশের ধারণা বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে তারা ধূমপানে আসক্ত হয়েছে।
আরো জানা গেছে, ধূমপায়ীদের ৮৭ শতাংশ ধূমপানে ক্যান্সার হয় এটা জেনেই ধূমপান করে। এছাড়া প্রতিদিন ৫০ টাকা পর্যন্ত ধোঁয়ায় উড়িয়ে দেন সবচেয়ে বেশি ধূমপায়ী।

ধূমপান নিবারণে প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করা হয়। সুপারিশগুলো হলো ধূমপানের ক্ষতিকর দিকগুলোর ব্যাপক প্রচার চালাতে হবে, সিগারেটের শুল্ক বাড়াতে হবে, প্যাকেটের গায়ে ক্ষতিকর দিকের ছবি ছাপাতে হবে, কিশোরদের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করতে হবে।
কিশোর ও তরুণসমাজকে ধূমপান থেকে দূরে রাখতে সিগারেটের চতুর্থ স্লাব বাতিলের দাবি করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ১০ শলাকা সিগারেটের প্যাকেটের মূল্য কমপক্ষে ৫০ টাকা করার সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:২৭:২৬   ৫১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ