মাইক্রোসফটে আবারও ছাঁটাই

Home Page » এক্সক্লুসিভ » মাইক্রোসফটে আবারও ছাঁটাই
বুধবার, ৮ জুলাই ২০১৫



মাইক্রোসফটবঙ্গনিউজ ডটকমঃ শিগগিরই বড় ধরনের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এর ফলে অনেকেই চাকরি হারাতে যাচ্ছেন। আজ বুধবার এ ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। মূলত খরচ কমানো ও প্রযুক্তি ক্ষেত্রে বড় ধরনের রদবদলের জন্যই এই ঘোষণা। খবর নিউইয়র্ক টাইমসের।

গত বছরে মাইক্রোসফট যে ১৮ হাজার কর্মী ছাঁটাই করেছিল তার সঙ্গে এবারে নতুন করে আরও অনেক কর্মী চাকরি হারাচ্ছেন। নাম প্রকাশ না করে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য প্রকাশ করেছে।

ছাঁটাই নিয়ে বেশি বিপদে রয়েছেন মাইক্রোসফটের হার্ডওয়্যার গ্রুপের কর্মীরা। কারণ, এই বিভাগটি নিয়ে বিপদে আছে মাইক্রোসফট। গত বছরে নকিয়াকে কেনার পর থেকে স্মার্টফোন নিয়ে ব্যবসা ভালো করতে পারেনি প্রতিষ্ঠানটি। গত বছরে ৭২০ কোটি মার্কিন ডলার খরচ করে নকিয়ার মোবাইল ফোন বিভাগটি কিনেছিল মাইক্রোসফট।

এ বছরের মার্চ মাস পর্যন্ত মাইক্রোসফটে এক লাখ ১৮ হাজার কর্মী কাজ করছে।

চাকরি ছাঁটাই প্রসঙ্গে মাইক্রোসফটের মুখপাত্র ফ্র্যাঙ্ক এক্স শ মন্তব্য করতে রাজি হননি।

দীর্ঘদিন ধরেই মাইক্রোসফটের নির্বাহীরা চাকরি ছাঁটাইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন। গত বছরে মাইক্রোসফটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়া সত্য নাদেলা মাইক্রোসফটে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন। মাইক্রোসফটের যে বিভাগগুলো ভালো করছিল না সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

গত জুন মাসে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছিল, অনলাইন ডিসপ্লে বিজ্ঞাপন ব্যবসা এওএলের কাছে বিক্রি করে দেবে। কারণ এক সময়ে এই ব্যবসা হিসেবে মাইক্রোসফটের অনেক প্রত্যাশা থাকলেও এখন তা থেকে সরে আসছে তারা।

মাইক্রোসফটের আরেকটি নড়বড়ে ব্যবসা হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। বাজার বিশ্লেষকেরা বলছেন, গত বছরে নকিয়াকে কেনার পর থেকে বাজার দখল কমেছে তাদের। এ ছাড়া অ্যান্ড্রয়েড ও আইওএসের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে দাঁড় করাতে ব্যর্থ হয়েছে মাইক্রোসফট।

গত মাসেই নকিয়ার সাবেক প্রধান নির্বাহী ও নকিয়াকে কেনার পর মাইক্রোসফটে জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে আসা স্টিফেন ইলোপকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মাইক্রোসফট।

অবশ্য ঠিক এখনই স্মার্টফোন ব্যবসা থেকে সরে যাচ্ছে না মাইক্রোসফট। তবে হার্ডওয়্যার ব্যবসার চেয়ে মূল ব্যবসা সফটওয়্যারকে বেশি গুরুত্ব দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উন্মুক্ত করবে ২৯ জুলাই যা স্মার্টফোন, পিসি ও অন্য ডিভাইস সমর্থন করবে। মাইক্রোসফট কর্তৃপক্ষ আশা করছে, সফটওয়্যার নির্মাতাদের আরও বেশি আগ্রহ ধরে রাখতে পারবে তারা।

বাংলাদেশ সময়: ২০:২৪:২৬   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ