ঈশ্বরদীর বেনারসিপাড়া জমজমাট

Home Page » অর্থ ও বানিজ্য » ঈশ্বরদীর বেনারসিপাড়া জমজমাট
বুধবার, ৮ জুলাই ২০১৫



পাবনার ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর বেনারসিপাড়ায় নারী উদ্যোক্তারা শাড়ি তৈরির পর বাড়িতেই ক্রেতাদের কাছে তা বিক্রি করেন। গত সোমবার তোলা l ছবি: প্রথম আলোবঙ্গনিউজ ডটকমঃ জমজমাট বেচাকেনায় মুখরিত হয়ে উঠেছে ঈশ্বরদীর বেনারসিপাড়া। ঐতিহ্যবাহী বেনারসি ও কাতান শাড়ির ব্যাপক চাহিদা থাকায় এখানকার তাঁতিদের চোখে এখন ঘুম নেই। গভীর রাত অবধি জেগে তৈরি করছেন নতুন ডিজাইনের আকর্ষণীয় শাড়ি ও সালোয়ার-কামিজ।

পাবনার ঈশ্বরদী শহরের ফতে-মোহাম্মাদপুরে এই বেনারসিপাড়া। এখানে প্রায় প্রতিটি ঘরেই তাঁতিরা ব্যস্ত বেনারসি কাতান তৈরিতে। তঁাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে দেশ ও দেশের বাইরে বেশ কয়েকটি নতুন ডিজাইনের শাড়ির বেশ চাহিদা তৈরি হয়েছে।

বেনারসি শাড়ির কারিগরেরা জানান, ঈদ উপলক্ষে তৈরি করা নতুন শাড়ির মধ্যে রয়েছে বেনারসি-কাড়িয়াল-কাতান শাড়ি। এগুলোর একেকটির পাইকারি দাম ১৪ হাজার টাকা। এ ছাড়া জামদানি বেনারসি বিক্রি হচ্ছে ৬ হাজার ৫০০ টাকায়।

ফতেমোহাম্মাদপুর বাদল বেনারসির নারী বিক্রেতা আঞ্জুমান মুক্তা জানান, শাড়ির পাশাপাশি এবার ঈদে ঈশ্বরদী বেনারসিপাড়ায় আকর্ষণীয় নতুন ডিজাইনের লেহেঙ্গা বাজারে বিক্রি করছেন। এর নাম দেওয়া হয়েছে থ্রি-পার্ট লেহেঙ্গা। এ ছাড়া খাঁটি জামদানি ও বেনারসি মণিপুরি শাড়ির প্রতিও ক্রেতাদের ব্যাপক চাহিদা রয়েছে।

তাঁতমালিকেরা জানান, আমদানি করা ভারতীয় শাড়ি ঈশ্বরদীর বেনারসি শিল্পে প্রভাব ফেললেও ঈদে দেশে তৈরি শাড়ির বেশ চাহিদা রয়েছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়। এ এলাকার তাঁত কারখানার মালিক ওয়াকিল আলম জানান, এবার ব্যাপক চাহিদা রয়েছে বেনারসি কাপড়ের।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৪০   ৬৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ