কেরানীগঞ্জে ধসে পড়ল চারতলা ভবন

Home Page » সংবাদ শিরোনাম » কেরানীগঞ্জে ধসে পড়ল চারতলা ভবন
মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃকেরানীগঞ্জে ডোবার ওপর নির্মাণাধীন একটি চার তলা ভবন ধসে পড়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিমপাড়া পুরান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িটি ধসে পড়েছে পাশে পুকুরের ওপর পাটাতন দিয়ে বানানো একটি টিনের বাড়ির ওপর। এতে ওই বাড়ির তিনটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব আসবাব পানিতে তলিয়ে গেছে। তবে ভবন ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অভিযোগ রয়েছে, কোনো রকম পাইলিং ও নকশা অনুমোদন ছাড়াই তিন মাসে বানানো হয়েছিল চার তলা ভবনটি। ঘটনার পর থেকে ভবন মালিক শহিদুল ইসলাম পলাতক। ধসের খবর পেয়ে থানার পুলিশ, র‌্যাব ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্র জানা গেছে, মাস চারেক আগে শহিদুল ইসলাম ভবন তৈরির কাজ শুরু করেন। কোনো রকম পাইলিং ও নকশা অনুমোদন ছাড়াই তিন মাসের মধ্যে পুকুরের ওপর ভবনটি নির্মাণ করা হয়। গতকাল রাত ৯টার দিকে ভবনটি হঠাৎ পাশের পাটাতনের টিনের বাড়ির ওপর ধসে পড়ে। এতে ভবনটি ও টিনের বাড়িটির একাংশ পুকুরে তলিয়ে যায়। টিনের বাড়ির মালিক মো. মতিন শহিদুলের বড় ভাই।

মতিন পেশায় রাজমিস্ত্রির কন্ট্রাক্টর। শহিদুল ইসলাম জুতার কারখানার কর্মচারী। প্রত্যক্ষদর্শী ও মতিনের ছোট মেয়ে শারমিন আক্তারের ভাষ্য মতে, ‘আমি আমার দুই ভাগ্নি নাসরিন ও জান্নাতকে নিয়ে ঘরে টিভি দেখছিলাম। এমন সময় বিকট শব্দ শুনতে পাই। বের হয়ে দেখি চার তলা ভবনটির প্রধান ফটক তালাবদ্ধ এবং সেটি হেলে পড়ছে। ভাগ্নিদের নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই ভবনটি আমাদের বাড়ির ওপর ধসে পড়ে। আমাদের বাড়ির তিনটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রিজ, টিভি, আলমারি ও স্বর্ণলংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পানিতে তলিয়ে গেছে।’

শারমিনের বড় বোন মুক্তা বেগম বলেন, ‘ধসে পড়া ভবনটি আমার ছোট চাচার। ১৫ বছর আগে আমার বাবা এই এলাকায় জমি কিনেছিলেন। পরে বাবা ও চাচা পুকুরের ওপর পাটাতনের টিনের বাড়ি তৈরি করেন। কিছুদিন আগে চাচা টিনের বাড়ি ভেঙে বহুতল ভবন তৈরির কাজ শুরু করেন। এখন সেই বাড়ি আমাদের বাড়ির ওপরেই ভেঙে পড়ল। ঈদের আগে আমরা যাব কোথায়?’

শহিদুলের স্ত্রী পলি বেগম বলেন, ‘আমার স্বামীর বড় ভাইকে ভবন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানি। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ স্টেশনের ইনচার্জ আবদুল হালিম জানান, প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে, অপরিকল্পিতভাবে তৈরি করায় ভবনটি ধসে পড়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৪   ২৫৭ বার পঠিত  




সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ