আট নবজাতককে হত্যা করেছে মা!

Home Page » আজকের সকল পত্রিকা » আট নবজাতককে হত্যা করেছে মা!
শনিবার, ৪ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ফ্রান্সে এক মা তাঁর আট নবজাতককে হত্যা করেছেন। এক দশকের বেশি সময় ধরে তিনি এই হত্যাকাণ্ড চালান। আদালত তাঁকে নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ৫১ বছর বয়সী ওই বিবাহিত নারীর নাম দমিনিক কোঁৎরেজ। সন্তান হত্যার দায়ে ১৮ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত তাঁকে নয় বছরের কারাদণ্ডাদেশ দেন।

আধুনিক ফ্রান্সের ইতিহাসে এ ধরনের অপরাধের ক্ষেত্রে এটি সবচেয়ে বীভৎস হত্যাকাণ্ড। দমিনিক কোঁৎরেজ ১৯৮৯ সালে তাঁর প্রথম নবজাতককে হত্যা করেন। ২০০০ সালে সর্বশেষ নবজাতককে মেরে ফেলেন।

দমিনিক কোঁৎরেজ থাকতেন ফ্রান্সের দোয়াই শহরের একটি বাড়িতে। তিনি ওই বাড়ি থেকে যাওয়ার পর নতুন একটি পরিবার সেখানে আসে। এই পরিবারের গৃহকর্ত্রী বাড়ির বাগানে শিশুর কঙ্কাল পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে আরও শিশুর কঙ্কাল পায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে দমিনিককে খুঁজতে থাকে তারা। দমিনিককে আটকের পর প্রায় চার বছর ধরে তিনি পুলিশের তদন্ত কর্মকর্তা, মনোরোগ বিশেষজ্ঞ, বিচারক ও আইনজীবীদের মিথ্যা গল্প বলে বিভ্রান্ত করার চেষ্টা চালান।

দমিনিকের গল্পটা ছিল এমন, শিশুকালে নিজের বাবা তাঁকে ধর্ষণ করেছিলেন। বিয়ের পরও বাবা তাঁকে ধর্ষণ করতেন। এতে এই সন্তানগুলোর জন্ম হতে পারে ধারণা করে তিনি নবজাতকদের মেরে ফেলতেন। গত সোমবার শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, তার বাবা তাকে ধর্ষণ করেননি। তার বাবা ২০০৭ সালে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫০   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ