ক্ষুব্ধ হয়ে কি অভিনব সিদ্ধান্ত নিচ্ছেন সাব্বির!

Home Page » ক্রিকেট » ক্ষুব্ধ হয়ে কি অভিনব সিদ্ধান্ত নিচ্ছেন সাব্বির!
শনিবার, ৪ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ আগামীকাল (রোববার) শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরের মাঠে নামছে টাইগার বাহিনী। এ আসরে বাংলাদেশের শীর্ষ আইকন হিসাবে বিবেচনায় আসছেন ক্রিকেটার সাব্বির রহমান।

এই সাব্বির রহমানই কি ক্ষুব্দ হয়ে আলোচিত বিষয়টিতে অভিনব সিদ্ধান্ত নিতে যাচ্ছেন! সাব্বির রহমান অবশ্যই টাইগার ভক্তদের প্রিয় মুখ।

কিন্তু সাব্বির রহমান কিছু টাইগার ভক্তদের আচরণ মেনে নিতে পারেননি। তার ফেজবুকেও বাজে মন্তব্য করেছে অনেকে। সাব্বির তার ফেসবুক বন্ধ রাখার বিষয়টি নিয়ে চিন্তা করছেন।

অনুশীলন মাঠে জাতীয় দলের ক্রিকেটারদের তোলা সেলফির নিচে বাজে কমেন্ট আসে। অনুশীলন বাদ দিয়ে সেলফি নিয়ে মাতছেন তারা মর্মে মন্তব্য করেন অনেকেই।

সাব্বির রহমান এ বিষয়ে বলেন, আমরা অনুশীলন বাদ দিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকি না। আপনাদের ধারনা পাল্টাতে হবে। আর তা না হলে ফ্যান পেজকে আনলাইক দিয়ে বেরিয়ে যান।

সাব্বির আরো লিখেন, এত খারাপ কমেন্টস ভালো লাগে না। পরে সাব্বির তার ফেজবুক পেইজ বন্ধ করে দেয়ার হুমকি দেন। মাশরাফিও অভিমানী সিদ্ধান্ত নিয়ে তার ফ্যান পেইজে বাংলাদেশিদের ঢোকার পথ বন্ধ করে দিয়েছিলেন।

তবে ক্ষুব্ধ হয়ে কি এমন অভিনব সিদ্ধান্ত নিচ্ছেন ক্রিকেটার সাব্বির রহমান? যেন এই শঙ্কাই জাগছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪৬   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ