নতুন মা- রুনা ঝুমা চৌধুরি

Home Page » সাহিত্য » নতুন মা- রুনা ঝুমা চৌধুরি
শুক্রবার, ৩ জুলাই ২০১৫



mother-and-child-love-that-never-fades-resized_0.jpgও মা,
আজ ৩ মাস ২৭ হলো,
তুমি নেই.
তাও বেশ আছি।নতুন মা.
আমায় ভীষণ ভালো খেতে দেয়.
বাসি ভাত,পচা
তরকারি আর নষ্ট ডালে।
আমার খুব ভালই পেট ভরে যায়।

মা ও মা !
জানো ?
আমি এখন শার্ট ধুতে পারি।
তাই প্রতিদিন.
বাড়ি শুদ্ধু লোকের কাপর ধুই আমি।

জানো মা.
পড়তে এখন আমার আর ভালো লাগেনা।
আমার এখন আর কোন বই নেই,
আমার এখন কোন খাতা নেই,
কলম নেই,
নেই কোন স্কুল ব্যাগ।

জানো মা.
আমার নতুন ছোট ভাই ও.
আমায় প্রায়লাথি দেয়।
আমায় ভীষণ ভালবাসে কিনা?
ওকে আমি প্রতি দিন.
জুতো মোজা পরিয়ে দেই।
মাঝে মাঝে ওর বন্ধুদের ও পরাই.
এতে আমার আনন্দ হয় মা।

তোমার দেয়া বিছানাটায়.
এখন ভাই সোয়ওর খুব পছন্দের.
ওটা আমার কথা ভাবছো?
আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই.
আমার একটুও কষ্ট হয়না।

মা জানো ?
ঈদ এলে আমি পুরনো কাপড় পাই।

সে কাপড়ে তোমার ছেলে কে.
রাজকুমার দেখায়-মা।

যে কিনা এক রাজ্যহীন রাজকুমার.
মা জানো?
বৃষ্টি হলে আমি আজও ভয় পাই.
তোমার শেষ পরনে যে কাপড় ছিল.
ওটা ঘরথেকে লুকিয়ে এনেছি গো।
মা ওটা জুড়ে যে তোমার গন্ধ.
ও গন্ধে আমার আর ভয় হয় না।
মা আমার একটা কথা রাখবে?
আমায় কয়েক দিনের.
ছুটির ব্যবস্থা করে দেবে?
তোমার কাছে গিয়ে থাকব দু দিন।
একটু শান্তিতে ঘুমাব তোমার

বাংলাদেশ সময়: ০:০৮:১৯   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ