‘সবজি বাগান’ ছুটছে পথে-প্রান্তরে

Home Page » প্রথমপাতা » ‘সবজি বাগান’ ছুটছে পথে-প্রান্তরে
সোমবার, ২৯ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ সবুজ অটোরিকশায় ‘জীবন্ত সবুজের’ ছাউনি। ছাদে, জানালায় ঝুলছে পুঁই শাক, শিমের লতা। সবুজ পাতায় ঘেরা সিএনজিচালিত অটোরিকশা এখন ঘুরছে রাজপথে, অলিগলিতে। হঠাৎ দৃষ্টিতে চমকে গেলেও বিচিত্র এ চলন্ত বাগানের পুরোটাই বাস্তব। চালকের ইচ্ছায় অটোরিকশাতেই হচ্ছে সবজি চাষ। একটি নয়, এ রকম একাধিক অটোরিকশার দেখা মিলবে এখন রাজধানীতেই।

মহাখালী ফ্লাইওভারের ওপর দিয়ে রবিবার দুপুরে সবুজ রঙের সিএনজিচালিত অনেকগুলো অটোরিকশা ছুটছিল উত্তরার দিকে। সামনে, পেছনে, পাশে অন্য যানবাহন। ব্যস্ত পথে সবাই চলছে যার যার মতো সতর্কতার সঙ্গে। কারো দিকে তাকানোর সুযোগ কোথায়! কিন্তু এমন ব্যস্ততার মাঝেই অন্য সব পরিবহন আরোহীদের চোখ আটকে যায় একটি অটোরিকশার ওপর। রেক্সিনের ছাদের ওপর লাউ শাক, পুঁই শাক আর সিমের লতা-পাতা। দূর থেকে বিষয়টি পরিষ্কার না হলেও কাছে ঘেঁষতেই চোখ ছানাবড়া। এ তো বাজার থেকে কেনা শাকসবজি নয়! রীতিমতো সতেজ-সবুজ গাছ। গ্রিল পেরিয়ে ছাদে উঠতে তৎপর গাছের ডগাগুলো। গাছগুলো লাগানো আছে অটোরিকশার সামনের দিকে চালকের ডানপাশে দরজার ওপর বিশেষ ব্যবস্থায়।

ছোট টবের মতো পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে একের পর এক গাছ। রশি দিয়ে বাঁধা হয়েছে আলাদা আলাদা করে। শাকসবজি ছাড়াও আছে কয়েকটি ফুল ও ফলের গাছ। দরজার গ্রিল বেয়ে লতানো গাছগুলো যেমন তরতরিয়ে বেয়ে গেছে ওপরের দিকে, তেমনি অন্য কাণ্ডযুক্ত গাছগুলোও ওই গ্রিলকে ভরসা করেই বাইরের দিকে বের করে দিয়েছে মাথা। আলো-বাতাস আর বৃষ্টির ধারায় এই চলন্ত বাগানটি এখন পুরোটাই সতেজ।

পাশ থেকে জানতে চাইলে অটোরিকশা চালু রেখেই চালক জানান, তাঁর নাম আকতার হোসেন, বাড়ি কুমিল্লার দাউদকান্দি। কবে থেকে চলছে এ বাগান? প্রশ্ন শুনে অল্প গলা বাড়িয়ে জানান-’আড়াই বছর।’ অটোরিকশার ভেতরে যাত্রী থাকায় এবং ফ্লাইওভার থেকে ঢালে নামার সতর্কতার কারণে ওই চালকের সঙ্গে আর কথা বাড়ানো গেল না।

‘জীবনে অন্তত একটি গাছ লাগান’, ‘গাছ লাগান-পরিবেশ বাঁচান’ স্লোগানগুলো লেখা আছে এ সিএনজি অটোরিকশাতেই; যা দূর থেকেও দেখা যাচ্ছিল।

এমন সিএনজিচালিত অটোরিকশায় চলন্ত বাগান যে কেবল একটিই, তা নয়। রাজধানীতে ইদানীং চোখে পড়ছে এ রকম বেশ কিছু যানবাহন। পরিবেশ সচেতনতার প্রতীক নিয়ে ঘুরছেন চালকরা সড়কে, পথে-প্রান্তরে।

 

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩১   ৩৪৯ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ