বয়স ভিত্তিক ক্রিকেটের প্রতি গুরুত্ব দিচ্ছেন আকরাম খান

Home Page » প্রথমপাতা » বয়স ভিত্তিক ক্রিকেটের প্রতি গুরুত্ব দিচ্ছেন আকরাম খান
সোমবার, ২৯ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ নিজ মাঠে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পর দুইবারের বিশ্ব সেরাদের ২-১ ব্যবধানে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। যা থেকে এশিয়ার দলটির উন্নতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কিন্তু এই স্বল্প সময়ের ব্যবধানে কিভাবে সব কিছুতে এই পরিবর্তন ঘটে গেল ? তবে এজন্য বয়স ভিত্তিক ক্রিকেটের প্রতি অধিক গুরুত্ব দেওয়াটাকেই মূল কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান।

একটি ওয়েবসাইটকে আকরাম খান বলেন, আমরা অনুর্ধ ১৪, ১৬ এবং ১৯ দলের উন্নতির জন্য বিশেষ কর্মসূচি নিয়েছি। নিজস্বভাবে প্রত্যেক জেলা ও বিভাগ এ কর্মসূচি পালন করেছে। প্রতি দুই বছর অন্তর আমরা অ-১৯ বয়সের ২৪-৩০ জন খেলোয়াড় নির্বাচন করছি এবং নির্বাচিত এ সকল তরুণ ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম) এনে প্রশিক্ষণের ব্যবস্থা করছি।

তিনি বলেন, আমাদের স্কুল ক্রিকেট আছে। সেখান থেকে যাতে করে আরো মেধাবী ক্ষুদে ক্রিকেটার পাওয়ায় যায় আমরা সে পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। স্কুল ক্রিকেটকে আরো বেশি উৎসাহিত করার মাধ্যমে আমরা ভবিষ্যত ক্রিকেকটা তৈরি করতে পারব।

আকরাম বলেন, যথাযথ নিয়ম মেনে না হলেও বাংলাদেশে ৫০০’র অধিক স্কুল প্রতি বছর সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট খেলে। এ বছর আমরা এটাকে যথাযথ নিয়মের মাধ্যমে আয়োজন ও দীর্ঘ স্থায়ী ম্যাচ আয়োজনের জন্য তাদেরকে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে আমরা এখান থেকে কিছু ভাল খেলোয়াড় বেছে নিতে পারি। তিনি আরো বলেন, অতীতে কেবলমাত্র ক্লাব ক্রিকেটাররাই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার সুযোগ পেত, তবে এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেন, প্রায় ১৫ বছর আগে এখানে প্রথম শ্রেণির কোন ক্রিকেট ছিল না। সব খেলোয়াড়দের জন্যই গুরুত্বপূর্ণ হিসেবে ক্লাব ক্রিকেটকে দেখা হতো। যারা ক্লাব ক্রিকেট খেলত তাদেরই বাংলাদেশ জাতীয় দলে খেলার একটা বড় সুযোগ থাকত।

১৯৯৬ আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকরাম দেশের ক্রিকেটে ক্লাব ক্রিকেট এবং কিভাবে এটা জাতীয় দলে পরিণত হয়েছে সে বিষয়েও কথা বলেন। তিনি বলেন, আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে ক্লাব ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে ভূমিকা পালন করে আসছে। এখানে লীগে অনেক অর্থ আছে শীর্ষ স্থানীয় প্রায় সকল খেলোয়াড়ই অংশ গ্রহণ করে। অতীতে অজয় জাদেজা, অর্জুনা রানাতুঙ্গা, ওয়াসিম আকরামের মত বিদেশি অনেক তারকারাই এখানকার লীগে খেলেছেন। -

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩৭   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ