রবীন্দ্র স্মৃতির খোঁজে জোড়াসাঁকো ঠাকুর বাড়ীতে

Home Page » জাতীয় » রবীন্দ্র স্মৃতির খোঁজে জোড়াসাঁকো ঠাকুর বাড়ীতে
সোমবার, ২৯ জুন ২০১৫



robi_bg_559176630.jpgবঙ্গনিউজ ডটকম:সেখানে যাওয়ার পর রবীন্দ্রনাথ সম্পর্কে অজ্ঞাত অনেক কিছুই জানা হয়েছে। তিনতলা বিশিষ্ট এ সংগ্রহশালাটি পরিপাটি ও বেশ গোছানো।রবীন্দ্র সংগীতের মোহনীয় সুরের সঙ্গে সংগ্রহশালাটি দর্শন করা যায় অনায়সে। আর ঘুরতে ঘুরতে তার বহুমুখী প্রতিভার প্রকাশ ও বিশ্ব সম্পর্কে ধারণার ব্যাপকতা দেখে মুগ্ধ তো হতেই হয়।
দ্বিতীয় তলায় আছে-বংশ তালিকা, ব্যবহৃত জিনিসপত্র, কবিপত্নী মৃণালী দেবীর রান্নাঘর ও ব্যবহৃত জিনিসপত্র, শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের তৈলচিত্র, ল্যান্ডস্ক্যাপ-ব্যবহৃত জিনিসপত্রও।

robi_1_inner_449040307.jpgআছে জাপানের স্মৃতি সংগ্রহশালা। রবীন্দ্রনাথের বইপত্র, দেশ-বিদেশের পত্রিকায় তার সম্পর্কে লেখা সংবাদ/লেখা, ম্যাগাজিন ও পত্রিকার কাটিং।

এছাড়া রবীন্দ্রনাথের আঁতুর ঘর, প্রসবকালীন ঘর, পড়ার ঘর, সাহিত্য চর্চা/লেখার ঘর, গান শোনার ঘর।
রয়েছে তার গান গাওয়ার ঘর, নিজের চিত্রকর্ম ও ব্যবহৃত কাপড় আর অন্যান্য জিনিসপত্রও।

রবীন্দ্রনাথ ও অবীন্দ্রনাথ ঠাকুরের তৈলচিত্রে ব্যবহৃত উপকরণ এবং তার বংশের বিভিন্নজনের ছবি আর ডায়াগ্রাম।

বাংলাদেশের শিলাইদহে অবস্থানের সময় চৈত্রমাসের স্মৃতি বিজড়িত ও উপভোগ্য দিনের একটি চিত্রকর্মও চোখে পড়বে সেখানে। এছাড়া আরও অনেক চিত্রকর্মও সেখানে আছে।

রবীন্দ্রনাথকে নিয়ে আঁকা বিশ্বের বিখ্যাত ব্যক্তির চিত্রকর্ম নিয়ে ‘স্মরণীয় কক্ষ’ও রয়েছে। রয়েছে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও হাশেম খানের চিত্রকর্মও।

অন্য প্রান্তে বাংলাদেশ সরকারের উপহার দেওয়া নৌকা শোভা পাচ্ছে। আর ‍তৃতীয় তলায় ঠাকুর বংশের কিংবা পরিচিতজনের ব্যবহৃত জিনিসপত্র, চিত্রকর্ম আর তৈলচিত্র গান শুনতে শুনতে একদিক থেকে ঢুকে পর্যায়ক্রমে সব দেখে শেষ করে বের হওয়া যায়। তবে সেখানকার কোনো ছবি তোলা নিষেধ।
মিউজিয়ামের প্রবেশ ফি ২০ টাকা। সকাল ১০টা থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। সহযোগিতার জন্য সংগ্রহশালার প্রতিটি কক্ষেই রয়েছে গাইড।

তিলোত্তমা কলকাতার সেন্ট্রাল রোড, এরপর রবীন্দ্র সরণিতে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ী। তো হাতে একটু সময় করেই ঘুরে আসতে পারেন রবীন্দ্রনাথের স্মৃতি ঘেরা বাড়িটি থেকে। robindro_2_345547740.jpg

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩৮   ৭১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ