নাশকতার ৩ মামলায় ফখরুলের জামিন বহাল

Home Page » আজকের সকল পত্রিকা » নাশকতার ৩ মামলায় ফখরুলের জামিন বহাল
রবিবার, ২৮ জুন ২০১৫



আদালত প্রাঙ্গণে মির্জা ফখরুল- ফাইল ছবিবঙ্গনিউজ ডটকমঃ হরতাল-অবরোধে নাশকতার কাজে উস্কানি, প্ররোচনা ও পরিকল্পনার অভিযোগে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় পুলিশের করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বতাীন আপিল বিভাগের বেঞ্চ রোববার সকালে এ আদেশ দেন।

আদালতে ফখরুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, জয়নুল আবেদীন ও এ এম মাহবুবউদ্দিন খোকন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে ব্যারিস্টার এহসানুর রহমান সাংবাদিকদের জানান, রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় করা তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছেন।

তিনি জানান, এই তিন মামলায় নিম্ন আদালতে অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট। তাই নিম্ন আদালতে অভিযোগপত্র দেওয়ার পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।

এহসানুর আরও জানান, এর আগে পল্টন থানার অপর তিনটি মামলায়ও হাইকোর্ট মির্জা ফখরুলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। ওই তিন মামলায় রাষ্ট্রপক্ষ আপিল করবে কিনা তা স্পষ্ট নয়। তাই তিনি এখনই মুক্তি পাবেন কিনা তা বলা যাচ্ছে না।

হরতাল-অবরোধে নাশকতার কাজে উস্কানি, প্ররোচনা ও পরিকল্পনার অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় গত বছরের ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ৪ ও ৬ জানুয়ারি মির্জা ফখরুলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে পুলিশ।

নিম্ন আদালতে এ তিন মামলায় জামিন নাকচ হলে গত ১২ এপ্রিল হাইকোর্টে তার জামিনের বিষয়ে আবেদন করা হয়। ওই আবেদনে ১৮ জুন তিন মামলায় নিম্ন আদালতে অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করেন হাইকোর্টের একটি বেঞ্চ। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদন করা হলে আপিল বিভাগ শুনানির পর রোববার আদেশ দিলেন।

এর আগে ২১ জুন পল্টন থানার অপর তিনটি মামলায়ও হাইকোর্টের একটি বেঞ্চ ফখরুলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:২১   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ