ই-মেল ফাঁস, অর্থ কেলেঙ্কারিতে ভারতীয় দুই ক্রিকেটার

Home Page » এক্সক্লুসিভ » ই-মেল ফাঁস, অর্থ কেলেঙ্কারিতে ভারতীয় দুই ক্রিকেটার
রবিবার, ২৮ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ভারতের রাজনীতি তোলপাড় করে ভারতীয় ক্রিকেটেও হানা দিলেন অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ললিত মোদী। বা বলা ভাল, ললিতের একটি ই-মেল। যা এ দিন সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়ে রীতিমতো ঝড় তুলে দিল ক্রিকেট মহলে।

ফাঁস হওয়া সেই ই-মেল করা হয়েছিল আইসিসি সিইও ডেভ রিচার্ডসনকে। দু’বছর আগে। প্রেরকের জায়গায় রয়েছে ললিত মোদীর নাম। যেখানে তিন আন্তর্জাতিক ক্রিকেটারকে ২০১৩-র আইপিএল কেলেঙ্কারিতে জড়িয়ে ফেলা হয়। এদের মধ্যে দু’জন ভারতীয়- সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজা। তৃতীয় জন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো।

বিতর্কিত ই-মেলে রিচার্ডসনকে ললিত লিখেছিলেন, ‘‘এই মাত্র কিছু তথ্য পেলাম, যা আপনাকে জানাতে চাই। প্রয়োজন মনে করলে আপনি এই তথ্য এসিএসইউ-কে জানাতে পারেন।” এর পরই তিন ক্রিকেটারের নাম করে ললিত লেখেন, ‘‘সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজা ও ডোয়েন ব্র্যাভো এই তিন জন রিয়াল এস্টেট টাইকুন এইচডিআইএল-এর বাবা দিওয়ানের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছে। ইনি বেশ বড় মাপের জুয়াড়ি এবং বুক মেকারও। আমি ওকে আইপিএলের কোনও টিমের জন্য বিড করতে দিইনি। ইনি গুরু এবং রাজ কুন্দ্রারও ঘনিষ্ঠ বন্ধু।”

তিন ক্রিকেটারকে বিশাল অঙ্কের উপহার দিয়েছেন ওই ব্যক্তি বলে দাবি করে ললিত আইসিসি কর্তাকে লেখেন, ‘‘নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি লোকটা রায়নাকে দিল্লির বসন্ত বিহার ও নয়ডায় ফ্ল্যাট এবং জাডেজাকে বান্দ্রায় সমুদ্রমুখী একটি ফ্ল্যাট দিয়েছে।” ডোয়েন ব্র্যাভোকে মোটা অঙ্কের নগদ উপহার দেওয়া হয়েছিল বলে ওই ই-মেলে দাবি করা হয়েছে।

প্রত্যেক ক্রিকেটারের জন্য বাবা দিওয়ান প্রায় বিশ কোটি টাকা খরচ করেন বলে ই-মেলে ললিতের দাবি। মেল শেষ করেন এ ভাবে, ‘‘আশা করি এগুলো সত্যি নয়। তবে সত্যি হলে ধরতে হবে আরও অনেকে এতে জড়িত। বাবাকে কড়া নজরে রাখা দরকার। প্রতি ম্যাচে লোকটা নাকি ১০ থেকে ২০ মিলিয়ন ডলার বেট করে।”

ললিত মোদীর এই টুইটের পর ভারতীয় ক্রিকেট মহলে ঝড় উঠলেও কোনও মহল থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিন অভিযুক্ত ক্রিকেটারই চেন্নাই সুপার কিংসের। ভারতীয় বোর্ডও কোনও প্রতিক্রিয়া জানায়নি। এখন দেখার, চাঞ্চল্যকর ই-মেল ফাঁস হওয়ার পর বোর্ড কী ভাবে ব্যাপারটা সামলায়। অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে আদৌ কোনও পদক্ষেপ করা হয় কি না। - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=53103&page=3#sthash.rtTJa6jJ.dpuf

বাংলাদেশ সময়: ১৩:৩২:২৮   ৩৪২ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ