বঙ্গনিউজ ডটকমঃস্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বেসরকারি টেলিভিশন গাজী টিভির বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। মামলার অপর আসামি হলেন মেহেরুন বিনতে ফেরদৌস সিথি। যিনি একসময় একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। এখন ছায়ানটে গান শিখেন। সিথির স্বামী ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। মুকুলের স্ত্রী নাজনীন আখতার দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। এদিকে স্ত্রীকে নির্যাতন মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলকে (৩৭) এক দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক জানান, রকিবুলের স্ত্রী নাজনীন আখতার গত বৃহস্পতিবার তার স্বামী ও মেহেরুন বিনতে ফেরদৌস সিথি নামে এক নারীর বিরুদ্ধে মামলা করেন। সেই নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে করা মামলায় রকিবুলকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে নাজনীন আখতার নয়া দিগন্তকে জানান, দীর্ঘদিন চিকিৎসা নেয়ার সময় অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন মুকুল। তার অভিযোগ, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বরে একমাত্র মেয়ে চন্দ্রমুখী মারা যাওয়ার পর শোকে তিনি পাঁচতলা থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে আবার তারা আবার সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর মধ্যে রকিবুল মেহেরুন বিনতে ফেরদৌসের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে কথা বললে স্বামী মুকুল বিভিন্ন সময়ে নাজনীনকে অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিকভাবে নির্যাতন করেন। একবার রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা বাসা থেকে নাজনীনকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যায়। এর কিছুদিন পর তার দ্বিতীয় কন্যার জন্ম হয়। কিন্তু সন্তানের জন্মের পর থেকে কখনোই খোঁজ নিতেন না মুকুল। এর মধ্যে নাজনীন খোঁজ নিয়ে জানতে পারেন, তার স্বামী মেহেরুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। মেহেরুনের সঙ্গে ফোনে কথা বলার সময়ও স্ত্রীকে কয়েকবার নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন নাজনীন।
নাজনীন জানান, মুকুল ও মেহেরুনের মধ্যে সম্পর্কের সত্যতা পুলিশ তদন্তেও পাওয়া গেছে। তিনি জানান, দীর্ঘদিন থেকে মুকুল রাজধানীর বনশ্রীতে পৃথক বাসায় অবস্থান করছেন। সেখানে দিনের বেলায় প্রতিদিন তিনি মেহেরুনের সাথে সাক্ষাত করেন। এ নিয়ে মেহেরুনের স্বামীর কাছে অভিযোগ করার পরও কোন প্রতিকার পাননি।
নাজনীন অভিযোগ করেন, বিভিন্ন সময়ে রকিবুল তার কাছ থেকে টাকাও নিয়েছেন। সর্বশেষ রাজউকে পূর্বাচলে বরাদ্দ পাওয়া একটি প্লটের কিস্তির জন্য তিনি ও তার দুলাভাই মুকুলকে ১৪ লাখ টাকা দেন। মোট সাড়ে ৭ কাঠার প্লট থেকে নাজনীনের দুলাভাইকে তিন কাঠা এবং বাকিটা মুকুল ও নাজনীনের নামে রেজিষ্ট্রি হবে এই শর্তে মুকুল তাদের কাছ থেকে টাকা নেন। কিন্তু প্লট রেজিষ্টির সময় মুকুল নিজের নামে তা রেজিষ্ট্রি করেন এবং প্লট বুঝে পাবার পর তাদের না জানিয়ে প্রায় দুইকোটি টাকায় তা বিক্রি করে দেন। এসব অপকর্মের প্রতিবাদ করায় নাজনীনকে বিভিন্ন সময়ে রকিবুল নির্যাতন করেন।
নাজনীন জানান, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি এত দিন মামলা করেননি। কিন্তু এখন বাধ্য হয়েই মামলা করলেন। তার সঙ্গে যে অন্যায় হয়েছে, এর ন্যায়বিচার দাবি করেন তিনি।
রিমান্ড
এদিকে স্ত্রীকে নির্যাতন মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলকে (৩৭) এক দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। মিরপুর থানা পুলিশের মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ শনিবার মুকুলকে আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে এ রিমান্ড মঞ্জুর করেন। তবে মামলার অপর আসামি মেহেরুন বিনতে ফেরদৌসকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:০৭ ২৭০ বার পঠিত