আইটেম গানে অনীহা আইটেম কন্যার!

Home Page » আজকের সকল পত্রিকা » আইটেম গানে অনীহা আইটেম কন্যার!
শনিবার, ২৭ জুন ২০১৫



বিপাশা কবির। ছবি: সংগৃহীতবঙ্গনিউজ ডটকমঃ ভালোবাসার রং’ সিনেমায় আইটেম গার্ল হিসেবে অভিষেক হয়েছিল বিপাশা কবিরের। এরপর ৩৩টি ছবিতে আইটেম গার্ল হিসেবে নেচেছেন তিনি। কিন্তু ঢাকাই চলচ্চিত্রের ‘আইটেম গার্ল’ বিপাশা এখন থেকে আর আইটেম গানে না নাচারই সিদ্ধান্ত নিয়েছেন। পুরো দস্তুর অভিনেত্রী হিসেবেই পর্দায় আসতে চান তিনি। জানিয়েছেন, সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন।

এরই মধ্যে নায়িকা হিসেবে ছবিতে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা। সৈকত নাসির পরিচালিত ছবিটির নাম ‘তালাশ’। এর আগে অবশ্য আরও চারটি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। যদিও কোনো ছবিই এখনো পর্যন্ত মুক্তি পায়নি।

বিপাশা কবির। ছবি: সংগৃহীতএই হঠাৎ​ সিদ্ধান্তের প্রসঙ্গে বিপাশা বলেন, ‘আমার শুরুটা আইটেম গান দিয়ে হলেও আমি আসলে মিডিয়াতে এসেছি নায়িকা হতে। তাই আপাতত আইটেম গান করার ইচ্ছে নেই। চেষ্টা করে গেছি। বাইরে প্রচুর কাজ করেছি। তবে বড় বাজেটের বা বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের ছবির গান হলে সিদ্ধান্ত খানিকটা পরিবর্তন করতে পারি।’

বিপাশা এও বলেন, “২০১৩ সালের শুরুর দিকে আলী ফিল্মসের ব্যানারে ‘নিষ্পাপ মুন্না’ ছবিতে অভিনয় করি। এই ছবির আইটেম গানে পারফর্ম করার সময়ই প্রযোজনা প্রতিষ্ঠানটি নায়িকা চরিত্রে অভিনয়ের ব্যাপারে উৎসাহ দেয়। এরপর তাদের প্রযোজিত দুটি ছবির মধ্য দিয়ে আমার নায়িকা চরিত্রে অভিনয়ের যাত্রা শুরু।Bipasha

বিপাশা কবিরকে নায়িকা চরিত্রে অভিনয়ের ব্যাপারে আরও উৎসাহ দিয়েছেন ঢাকাই ছবির এ সময়ের জনপ্রিয় দুই নায়ক বাপ্পি ও শাহরিয়াজ। বিপাশা বললেন, ‘বাপ্পি ও শাহরিয়াজ আমার খুব ভালো বন্ধু। তাদের অনেক ছবিতে আমি আইটেম গার্ল হয়েছি। তারা দুজন আমাকে নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য বরাবরই উৎসাহ দিয়েছে। এটা সত্যি যে, আমার স্বপ্নই ছিল নায়িকা হওয়ার। তাই শুরু থেকে অনেক কষ্ট করেছি। অনেক চেষ্টাও ছিল নায়িকা হওয়ার। অবশেষে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হওয়ায় আমি অনেক খুশি। আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আশা করি, ছবিগুলো মুক্তির পর সবাই অন্য রকমভাবেই দেখবেন।”

সৈকত নাসিরের ‘তালাশ’ ছবিটি ছাড়াও নায়িকা বিপাশা কবিরের হাতে থাকা অন্য ছবিগুলো হচ্ছে সায়মন তারেকের ‘গুন্ডামি’ ও ‘ক্রাইম রোড’, শাহেদ চৌধুরীর ‘আড়াল’ এবং সোহেল বাবুর ‘বাজে ছেলে দ্য লোফার’। ছবিগুলোতে বিপাশার নায়কেরা হলেন বাপ্পি, শাহরিয়াজ ও এবিএম সুমন।

বাংলাদেশ সময়: ২০:২৭:০১   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ