ককপিটে ‘ধোঁয়া’, পাঁচ শ’র বেশি যাত্রী নিয়ে জরুরি অবতরণ বিমানের

Home Page » এক্সক্লুসিভ » ককপিটে ‘ধোঁয়া’, পাঁচ শ’র বেশি যাত্রী নিয়ে জরুরি অবতরণ বিমানের
শুক্রবার, ২৬ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ সিডনি থেকে দুবাই যাওয়ার পথে কলম্বো বিমানবন্দরে জরুরি অবতরণ করল একটি এমিরেটস এয়ারবাস এ-৩৮০ বিমান। বিমানের চালকরা ককপিটে হঠাত ধোঁয়া দেখতে পেয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। বিমানের ৫০০-র বেশি যাত্রী নিরাপদেই রয়েছেন।

কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান এয়ার নেভিগেশন সার্ভিসেস অফিসার ক্রিশান্থি তিসেরা জানিয়েছেন, বিমানবন্দরের ৩২০ নটিক্যাল মাইল পূর্বে ওড়ার সময় বিমানচালকরা প্রথম বিপদবার্তা পাঠান। তাঁরা মে ডে, মে ডে বলে বিপৎসংকেত দেন। বিমানবন্দরের অগ্নিনির্বাপক বাহিনী, জরুরি পরিষেবা ইউনিটগুলিকে সক্রিয় করে তৈরি রাখা হয়।

নিরাপদে বিমানবন্দরের মাটি ছোঁয় বিমানটি। পাইলটরা ককপিটে ধোঁয়া দেখেছেন বলে জানান। তবে পরে বিপদের মাত্রা ‘ভীষণ জরুরি’ থেকে ‘আবশ্যক’ স্তরে নামিয়ে আনা হয়।

প্রথম বিপদবার্তার ৩৯ মিনিট পর বিমানবন্দরটি নামলেও পরীক্ষা করে বিমানের ভিতরে কোথাও আগুন দেখা যায়নি। ৬টি শিশুসমেত ৪৭১ জন যাত্রীর সবাই, ৩০ জন বিমানকর্মী নিরাপদে বিমান থেকে নেমে আসেন।

বিমান সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সিডনি থেকে দুবাইগামী এমিরেটস ফ্লাইট ইকে ৪১৩-কে টেকনিকাল ত্রুটির জেরে রুট বদলে কলম্বোয় নিয়ে যাওয়া হয়েছে। তবে কী সমস্যা, সে ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি।

বিবৃতিতে এও বলা হয়েছে, বিমানটি নিরাপদে বন্দরনায়কে বিমানবন্দরে অবতরণ করেছে। যাত্রীদের এমিরেটসের অন্য বিমানে তুলে দেওয়া হয়েছে। যাত্রীদের বিড়ম্বনা পড়তে হওয়ায় ক্ষমা চেয়ে নিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৮   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ