সীতাকুণ্ডে নারী কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

Home Page » আজকের সকল পত্রিকা » সীতাকুণ্ডে নারী কেয়ারটেকারের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫



Image result for সীতাকুণ্ডেবঙ্গনিউজ ডটকমঃ সীতাকুণ্ডে লন্ডনপ্রবাসী এক ব্যক্তির বাড়ি থেকে ওই বাড়ির নারী কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার ভোররাতে প্রবাসীর বাড়িতে চুরি করতে আসা দুর্বৃত্তরা ওই নারীকে গলায় শাড়ি পেঁচিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

নিহত নারীর নাম লায়লা বেগম (৬৫)। তিনি উপজেলার ইমামনগর গ্রামের মৃত জেবল হোসেনের মেয়ে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের মুক্তিযোদ্ধা মোজাফ্ফরের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন লায়লা ও রিনা আক্তার (১৬)। বৃহস্পতিবার ভোররাতে ওই বাড়ির রান্নাঘরের টিন কেটে এক দল চোর পাকাভবনে ঢুকে পড়ে। তখন লন্ডন প্রবাসী পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে, লায়লা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তবে এ সময় বাড়িতে থাকা অপর কেয়ারটেকার রিনা এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন।

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাকাভবনের একটি ঘরে খাটে পড়ে আছে লায়লার হাত-পা বাঁধা মরদেহ। ঘরের কয়েকটি আলমিরার দরজা খোলা। এলোমেলোভাবে পড়ে আছে ঘরের আসবাবপত্র। তবে পরিবারের কেউ বাড়ি না থাকায় কী কী চুরি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

অপর কেয়ারটেকার রিনা আক্তার বলেন, পাকাভবনের আলাদা আলাদা কক্ষে থাকতেন তিনি ও লায়লা। বুধবার দিনগত রাতে সেহরী খেয়ে তারা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে ঘুম ভেঙ্গে লায়লার ঘরে গিয়ে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেন তিনি।

 

নিহত লায়লার ভাই ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চৌকিদার মোকতার আহমেদ বলেন, লায়লা ওই বাড়িতে প্রায় ১০/১২ বছর ধরে কাজ করছেন। লায়লার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে, তিনি নিঃসন্তান ছিলেন। তার কোনো সম্পদ বা কারো সঙ্গে বিরোধও ছিলো না। চোর বা ডাকাতি করতে আসা দুর্বৃত্তদের চিনে ফেলার কারণেই হয়তো তাকে হত্যা করা হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লায়লার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ নাজমুল সমকালকে বলেন, প্রবাসীর বাড়ির অন্য কেয়ারটেকার রিনাকে হত্যাকাণ্ড সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:২২   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ