এবার সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা

Home Page » এক্সক্লুসিভ » এবার সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা
বুধবার, ২৪ জুন ২০১৫



Image result for eid mubarakবঙ্গনিউজ ডটকমঃ এ বছর বাংলাদেশে সাদকাতুল ফিতরার হার একজন ব্যক্তির জন্য সর্বনিম্ন ৬০ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফিতরার হার ছিল ৬৫ টাকা ও সর্বোচ্চ ফিতরা ছিল ২০০০ টাকা।

আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এর হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা এ এম এম সিরাজুল ইসলাম। সভায় জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী শরীয়াহ মতে আটা, খেজুর, কিশমিশ, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। কোনো মুসলমান আটা দ্বারা ফিতরা আদায় করলে তাঁকে এক কেজি ৬৫০ গ্রামের সমপরিমাণ মূল্য আদায় করতে হবে। যার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ৬০ টাকা। এটিই সর্বনিম্ন। কেউ খেজুর দিয়ে ফিতরা আদায় করতে চাইলে তাঁকে তিন কেজি ৩০০ গ্রামের সমপরিমাণ পণ্য দিতে হবে। যার বাজারমূল্য ১৬৫০ টাকা। কিশমিশ দ্বারা আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য ১২০০ টাকা। পনির দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য ১৬০০ টাকা। যব দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম। যার বাজারমূল্য ২০০ টাকা।

সভায় এ এম এম সিরাজুল ইসলাম বলেন, যেসব পণ্যের কথা বলা হয়েছে, প্রত্যেক মুসলিম নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এর যেকোনো একটি পণ্য বা তার বাজারমূল্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। তবে পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:০৭   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ