‘মওকা মওকা’য় ক্ষুব্ধ সুবর্ণা মুস্তফা

Home Page » বিনোদন » ‘মওকা মওকা’য় ক্ষুব্ধ সুবর্ণা মুস্তফা
বুধবার, ২৪ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ক্রিকেটের প্রতি সুবর্ণা মুস্তফার ভালোবাসা প্রবাদতূল্যই। বাংলাদেশের তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ সব তথ্যই তার নখদর্পণে। আমাদের সাকিব, মুশফিক, তামিমদের সম্পর্কে তিনি যেমন ওয়াকিবহাল, ঠিক তেমনি ধোনি-কোহলি কিংবা ক্লার্ক-জনসনদের প্রায় সব খবরই তিনি রাখেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজটি তিনি উপভোগ করছেন প্রাণভরেই। তিনি মুগ্ধ বাংলাদেশের ক্রিকেটারদের নৈপুণ্যে। তার মতে, ক্রিকেটে বাংলাদেশের উত্তরণটা একদমই বিস্ময়ের কিছু নয়।

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে অসম্ভব খুশি সুবর্ণা। দলের এই সাফল্য তাকে করেছে গর্বিতও। কিন্তু কিছু ব্যাপার তাকে পীড়িত করছে, বললেন অকপটেই। ভারতের বিপক্ষে জয়ের পর স্টেডিয়ামে ‘মওকা-মওকা’ স্লোগানটা তার একেবারেই ভালো লাগেনি। সিরিজ শুরুর আগেও অসম্ভব বিরক্ত ছিলেন ওই ‘বাঁশ’-সংক্রান্ত দেশীয় বিজ্ঞাপনচিত্রটা নিয়ে।

তার কথা হল, খেলাটা হয় ওই মাঠেই, ওই বাইশ গজের মধ্যেই। নির্দিষ্ট দিনে একজন খেলোয়াড় তেমন খেলছে, সেটাই আসল। আমি খেলা নিয়ে মাঠের বাইরে কী বলছি, না বলছি, কাউকে ছোট করছি কিনা-এসব কোনো ব্যাপার নয়। আমি “মওকা-মওকা” স্লোগান অপছন্দ করেছি। আমি “বাঁশ”, “হারিকেন” ইত্যাদি কথাবার্তাতেও প্রচণ্ড বিরক্ত হয়েছি। মাঠে খেলেই সবকিছুর জবাব দিতে হবে। অন্যভাবে নয়।’

বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ‘বিস্ময়-বালক’ বলেছেন এই প্রখ্যাত অভিনেত্রী। তিনি বলেন, ছেলেটা বল করতে এলেই ব্যাটিং উইকেট হয়ে যাচ্ছে বোলিং উইকেট। এই বিস্ময়-বালককে খুঁজে বের করার জন্য তিনি ধন্যবাদই জানিয়েছেন দেশের নির্বাচকসহ, কোচ ও অন্যান্যদের। তিনি বলেন, ‘এই ছেলেটির ওপর বিশ্বাস রেখেছে অধিনায়ক মাশরাফি। প্রশংসাটা অবশ্যই ওর প্রাপ্য।’

সুবর্ণা মুস্তফা খুশি সাকিবের ওপর চাপটা কমে যাওয়ায়। তিনি বলেন, আমাদের বাংলাদেশ দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পাইপ লাইনে প্রচুর ভালো খেলোয়াড় আছে। এটা শুভ লক্ষণ। এখন আর একজনের ওপর নির্ভর করতে হয় না। সাকিবের ওপর চাপ কমেছে। এক স্থানে এখন বেশ কয়েকজন খেলোয়াড়। সবাই পারফরম করছে। মধুর একটা পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটের। এটাকে ধরে রাখতে হবে। আমি তো বাংলাদেশের ক্রিকেটের দারুণ একটা ভবিষ্যৎই চোখের সামনে দেখতে পারছি।’

এদেশের ক্রিকেটের নতুন প্রজন্মের ‘কাউকে তোয়াক্কা’ না করার ব্যাপারটি দারুণ লাগে সুবর্ণার। গৌরববোধও হয়। সৌম্য সরকার তার অসম্ভব প্রিয় খেলোয়াড়। বলেছেন, ‘সে ধ্রুপদী ক্রিকেটার। আমার ওর ব্যাটিং খুব ভালো লাগে। সাব্বির রহমানকে বিশেষভাবে সুবর্ণার ভালো লাগে ওই ‘কুছ পরোয়া নেহি’ টাইপ মনোভাবের কারণে। তামিমের বদলে যাওয়াটা স্বস্তি দিয়েছে তাকে। রুবেল, তাসকিন-সবাই ভালো খেলছে। অধিনায়ক মাশরাফি তো সুবর্ণার চোখে বিশেষ কিছুই।

বাংলাদেশ সময়: ৩:০৯:৩৭   ১০৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ