আওয়ামী লীগকে এগিয়ে যেতে হবে

Home Page » আজকের সকল পত্রিকা » আওয়ামী লীগকে এগিয়ে যেতে হবে
মঙ্গলবার, ২৩ জুন ২০১৫



e922c6ac8562e498dcc11dfbf4acb049-19-06-13-pm_parlament-4.jpgবঙ্গনিউজ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত প্রতিকূলতা ও অপপ্রচার মোকাবিলা করেই আওয়ামী লীগকে এগিয়ে যেতে হয়েছে। জনগণ কখনো বিভ্রান্ত হয়নি। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের পাশে ছিল।আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস করার বহু চেষ্টা হয়েছে। কেউ কখনো তা পারেনি, কখনো সফল হবে না। শত প্রতিকূলতার মধ্যেও দল টিকে আছে, দেশ সেবা করে যাচ্ছে। উজানে নাও ঠেলে ঠেলেই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছি।’ তিনি বলেন, যারা বাংলাদেশকে নিয়ে ঠাট্টা করত, তারাই এখন বলছে, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। মাতৃমৃত্যু হার ও দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। খাদ্য নিরাপত্তা হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ দৃষ্টান্ত।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি বলেন, ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন দলকেও আমরা হারাতে পারি। একটু উৎসাহিত করলে আর সুযোগ দিলেই তারা যেকোনো লক্ষ্যে পৌঁছাতে পারে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নীতি আদর্শ হচ্ছে জনগণের কল্যাণ করা। এটাই বঙ্গবন্ধুর আদর্শ। জনগণ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে বাঙালি জাতির আর্থসামাজিক উন্নতি হওয়া এবং জনগণের কিছু প্রাপ্তি। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরে সমুদ্রসীমানা, স্থলসীমানা সবকিছু বঙ্গবন্ধুই ঠিক করে গেছেন। তিনি কেবল তা বাস্তবায়ন করে যেতে পরেননি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগকে ধ্বংস করার বহু চেষ্টা হয়েছে। ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত মানুষ ধুঁকে ধুঁকে মরেছে। সার চাইতে গেলে মানুষ গুলি খেয়েছে। শোষণ আর বঞ্চনা ছিল মানুষের নিত্যসঙ্গী।

আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যারা এক সময় বলত বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আজ তারাই বলছেন, বাংলাদেশ আজ মিরাকল। তিনি বলেন, বাংলাদেশের রিজার্ভ আজ ২৪ বিলিয়ন ডলার, রপ্তানি ৩১ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়। আমরা পাকিস্তান থেকে এগিয়ে আছি। অনেক ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার সংগঠন নয়। পাকিস্তান থেকে এ পর্যন্ত দেশে যত অর্জন, সব আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। তিনি বলেন, প্রধানমন্ত্রী গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় করতে সচেষ্ট হয়েছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সমৃদ্ধিশালী দেশ হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৭   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ