আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Home Page » আজকের সকল পত্রিকা » আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
মঙ্গলবার, ২৩ জুন ২০১৫



80_85789.jpgবঙ্গনিউজ ডটকমঃ দেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবাষির্কী আজ। বহু আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে দলটি ৬৬ বছর পূর্ণ করে ৬৭ বছরে পা দিচ্ছে। পূর্ব বাংলার জনগণের অধিকার আদায়ের লক্ষে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলীম লীগ প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ নামে দলটি তাদের কার্যক্রম শুরু করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন দলটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতি বছরে ন্যায় এবার আর বর্ণাঢ্য আয়োজন থাকছে না। ঐতিহ্যবাহী দলটি মাহে রমজানের কারণে মিছিল, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিরত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্টজনরা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কীর এ দিনটির শুরুতে কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

এর পর সোয়া ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৬৬ বছরপূর্তিতে সব কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব জেলা, উপজেলাসহ সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:২৬:১০   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ