দোষ স্বীকার না করলেও শাস্তি দিতে পারবে মোবাইল কোর্ট

Home Page » আজকের সকল পত্রিকা » দোষ স্বীকার না করলেও শাস্তি দিতে পারবে মোবাইল কোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০১৫



24_2_2.jpgবঙ্গনিউজ ডটকমঃ আদালতের (মোবাইল কোর্ট) কার্যকারিতা বৃদ্ধি ও দ্রুত বিচার নিষ্পত্তির লক্ষ্যে এ সম্পর্কিত এক সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসনিার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইয়া ব্রিফকালে সাংবাদিকদের বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষ ভ্রাম্যমাণ আদালতের কিছু ধারা পরিবর্তনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সংশোধনীর পর দোষ স্বীকার না করলেও ভ্রাম্যমাণ আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ও পারিপার্শ্বিকতা বিবেচনায় কোন অভিযুক্তকে শাস্তি দিতে পারবেন।

২০০৯ সালে প্রণীত বিদ্যমান আইনে কোন ব্যক্তি দোষ স্বীকার করার পর তাকে শাস্তি দেয়ার বিধান ছিলো।

ভেজাল বিরোধী অভিযান, ইভটিজিং, পাবলিক পরীক্ষায় দুর্নীতি ও নকল বন্ধ, নির্বাচনের সময় আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, জন নিরাপত্তা বিধান এবং দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে এই আইন করা হয়।

ভূইঞা বলেন, বিদ্যমান আইনের অন্যতম সীমাবদ্ধতা হচ্ছে যে অনেকে অপরাধ করেও পরে তা অস্বীকার করে। এতে কোন ব্যক্তি দোষ স্বীকার না করলে তাকে শাস্তি দেয়ার বিধান নেই।

সচিব বলেন, ভ্রাম্যমান মামলা নিষ্পত্তিকালে সংশোধনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বিধান অন্তর্ভুক্ত হয়েছে। এখন এ আদালতে ইলেকট্রোনিক স্বাক্ষর ও বায়োমেট্রিক গৃহীত হবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদ্য ভেজাল জাতীয় মামলায় বিশেষজ্ঞের মতামত নিতে পারবেন।

বিগত ৪ বছরে ভ্রাম্যমাণ আদালতে প্রায় সাড়ে ৫ লাখ মামলা নিষ্পত্তি হয়েছে। গৃহীত সংশোধনী দেশের বিচার ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনবে।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন-২০১৫ এবং পাট আইন ২০১৫ এই দুই আইনের খসড়ারও অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের শুরুতে পবিত্র রমজান মাস উপলক্ষে তাঁর মন্ত্রিসভার সদস্যদেরকে শুভেচ্ছা জানান। মন্ত্রিসভা ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ে অসাধারণ নৈপূণ্য প্রদর্শনে বাংলাদেশ ক্রিকেট দল, ম্যাজেনার, সংগঠক এবং কোচ ও ক্রিকেট বোর্ডের সদস্যদেরকে অভিনন্দন জানিয়েছে। মন্ত্রিসভা বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে বিশেষ করে নতুন ক্রিকেটারদের অসাধারণ দক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেছে, এটি সমগ্র জাতির জন্য একটি গর্বের বিষয়।

বাংলাদেশ সময়: ১৪:০৬:২৫   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ