কলকাতা-ঢাকা-আগরতলা পথে বাস চলাচল শুরু

Home Page » আজকের সকল পত্রিকা » কলকাতা-ঢাকা-আগরতলা পথে বাস চলাচল শুরু
সোমবার, ২২ জুন ২০১৫



26c96eb5e755a29b8e160f62eccee5c1-agartala.jpgবঙ্গনিউজ ডটকমঃ কলকাতা-ঢাকা-আগরতলা পথে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। আজ সোমবার দুপুর দুইটায় কলকাতার সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ওই পথে চলাচলকারী একটি বাস ছেড়ে যায়।

৪৫ আসনের ভালো বাসটিতে ৩৭ জন যাত্রী রয়েছেন। এর মধ্যে ৩২ জনের গন্তব্য ঢাকায় আর বাকি পাঁচজন আগরতলা যাবেন।

এ পথে কলকাতা থেকে আগরতলা যেতে ভাড়া পড়বে এক হাজার ৭০০ রুপি। কলকাতা থেকে ঢাকার ভাড়া এক হাজার ৪০০ রুপি। আবার ওই বাসে করে ঢাকা থেকে আগরতলা যাওয়া যাবে। এতে ৩০০ রুপি ভাড়া গুনতে হবে।

৬ জুন ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বাস পরিষেবা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে ১ জুন এ পথে পরীক্ষামূলকভাবে বাস পরিষেবা চালু করা হয়েছিল।

বাংলাদেশের বাইরে দিয়ে কলকাতা থেকে সড়ক পথে আগরতলার দূরত্ব প্রায় ১ হাজার ৬৫০ কিলোমিটার। কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়া এ পথে দূরত্ব মাত্র ৫১৩ কিলোমিটার।

কলকাতা থেকে ‘শ্যামলী যাত্রী পরিবহন সংস্থা’ ও ঢাকা থেকে ‘শ্যামলী পরিবহন’ বাস এ পথে বাস পরিচালনা করবে। কলকাতা ও আগরতলা থেকে সপ্তাহে তিন দিন করে বাস চলবে। কলকাতা থেকে বাস প্রতি সোম, বুধ ও শুক্রবার বেলা দুইটায় আগরতলার দেশে ছেড়ে যাবে। আগরতলা থেকে কলকাতার দেশে বাস মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বিকেল তিনটায় ছাড়বে। তবে এ বাসে যাতায়াত করতে যাত্রীদের পাসপোর্ট ও ডবল এন্ট্রি বা মাল্টিপল ভিসা থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:০১:১৩   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ