যারা বাবা-মা’কে হারিয়েছে তারাই বুঝে এর অনুভূতি: পরিমনী

Home Page » বিনোদন » যারা বাবা-মা’কে হারিয়েছে তারাই বুঝে এর অনুভূতি: পরিমনী
সোমবার, ২২ জুন ২০১৫



porimoni.gifবঙ্গনিউজ ডটকমঃ জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের ৫২টি দেশে বাবা দিবস হিসেবে পালিত হয়। সে হিসেবে গত রোববার ছিল বাবা দিবস। বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়ে থাকে। যদিও বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, তবুও দিনটি পালিত হয়।

এ দিনটিতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টইটারে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বাবার সঙ্গে ছবি ও স্ট্যাটাস দিতে দেখা যায় অনেককেই। কিন্তু যাদের বাবা নেই তাদের হয়তো ভালোবাসা প্রকাশের ভাষা থাকে না।

তাদের মধ্যে একজন চিত্রনায়িকা পরীমনি। ছোট বেলাতেই বাবা-মাকে হারিয়েছেন তিনি। ফেসবুকে, টুইটারে অন্যের দেওয়া ছবি ও স্ট্যাটাস দেখে বাবা-মাকে হারানোর কষ্ট আরও বেশি বেড়ে যায় তার। যে কষ্ট পৃথিবীর কোনো কিছুতেই প্রকাশ করা যাবে না। গত ২০ জুন তার ফেসবুক ওয়ালে এমটাই লিখেন পরীমনি। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

বাবা দিবস। অনেকেই জানতে চাচ্ছেন আমার অনুভূটি কী? আসলে আমার কোনো ভাষা জানা নেই যেটা দিয়ে এই অনুভূতিটা শেয়ার করব। আর ফেসবুক, টুইটার-এ কেন, পৃথিবীর কিছুতেই আমার কষ্ট প্রকাশ করতে পারব না। এইসব দিবস এলেই দেখি প্রায় সবাই প্রোফাইলে কভারে বাবা-মার সাথে ছবি আপলোড করে। দেখে যদিও কষ্ট হয়। কিন্তু আমার মনে হয় এই ভালোবাসার প্রতিটাদিনই স্পেশাল। আমি সবার অনুভূতি বুঝতে পারছি কিন্তু আমার অনুভূতিটা তারাই বুঝতে পারবে যাদের বাবা-মা নেই।

২০১৩ সালের শেষের দিকে চলচ্চিত্রে পা রাখার পর থেকেই একের পর এক ধামাকা দিয়েছেন পরীমনি। বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েই টিভি পর্দাকে বিদায় জানিয়েছিলেন কালের ক্রেজ এ অভিনেত্রী। বড়পর্দাতে নিজেকে মেলে ধরার প্রত্যয়ে ২০১৩ সালের ডিসেম্বরে নির্মাতা শাহ আলম মন্ডলের ভালোবাসা সীমাহীন সিনেমায় কাজ শুরু করেন ঢালিউডের এই লাস্যময়ী কন্যা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

২০১৪ সাল পর্যন্ত ডজন খানেক সিনেমায় অভিনয় করে পুরো বছরজুড়ে তিনি ছিলেন আলোচনায়। যদিও সে বছরে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। এ বছরে এ পর্যন্ত তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমায়ই দর্শক মহলে সাড়া ফেলেছে। ভালোবাসবো তোমায়, ধূমকেতু, নদীর বুকে চাঁদ, আমার প্রেম আমার প্রিয়া সিনেমার শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৬   ১০২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ