চীনে কুকুর খাওয়ার উৎসব শুরু

Home Page » এক্সক্লুসিভ » চীনে কুকুর খাওয়ার উৎসব শুরু
সোমবার, ২২ জুন ২০১৫



1_88960.jpgবঙ্গনিউজ ডটকমঃ প্রতিবছরের মতো এবারও চীনে কুকুরের মাংস খাওয়ার উৎসব শুরু হয়েছে। দেশটির গুয়াংশি প্রদেশের ইউলিনে রবিবার থেকে শুরু হয়েছে এই বাৎসরিক উৎসব। এবার উৎসবে ১০ হাজার কুকুর বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই উৎসবকে বর্বরতা উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রাণি সংরক্ষণ অধিকারকর্মীরা।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

চীনাদের কাছে কুকুরের মাংস খুবই প্রিয়। এ কারণে বাংলাদেশে চীনা জাহাজ আসলে জাহাজের নাবিকরা গোপনে স্থানীয়দের দিয়ে কুকুর ধরে নিয়ে খেয়ে থাকেন। এজন্য তারা প্রতি কুকুর বাবদ অর্থও খরচ করেন। অনেককে উপঢৌকন দিয়ে বিদায় করেন।

চীনে উত্তরায়ন (২১ জুনের কাছাকাছি সময়) উপলক্ষে প্রতিবছর কুকুরের মাংসের উৎসব উদযাপন করে থাকে গুয়াংশির লোকেরা। এ বছর ১০ হাজার কুকুর বলি দিয়ে মাংস খাওয়ার উৎসব করা হচ্ছে।

চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনের এক স্কুলশিক্ষক কিছু কুকুর কিনেছেন সেগুলো বলির হাত থেকে রক্ষা করার জন্য। বিষয়টি চীনা গণমাধ্যমে ফলাও করে প্রচার-প্রকাশ করা হয়েছে। সাত হাজার ইউয়ান দিয়ে ১০০টি কুকুর কিনেছেন তিনি।

ইউলিনের অধিবাসী ও ব্যবসায়ীরা দাবি করেছেন, কুকুরগুলো বলি দেওয়ার সময় সতর্ক থাকা হয়, যেন তা দেখতে বর্বর মনে না হয়।

অধিকারকর্মীরা এই উৎসব বন্ধের জন্য অনলাইনে ব্যাপক প্রচারাভিযান চালাচ্ছেন। উৎসব বন্ধের পক্ষে জনমত গড়ে তুলতে ৩৮ লাখ ব্যক্তির স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। চীন এবং বিদেশি সেলেব্রেটিরাও এই উদ্যোগের পক্ষে প্রচারে নেমেছেন। চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েইবোতে চীনা পপ স্টার চেন কুন এবং ইয়াং মি প্রচারের পক্ষে কথা বলেছেন। এ ছাড়া টুইটারে জনপ্রিয় ব্রিটিশ কমেডিয়ান রিকি গারভাইস এ উৎসব বন্ধের পক্ষে তার মতামত তুলে ধরেছেন।

চীনের ফ্যান বিংবিং ও আরো কয়েকজন অভিনেতা মিলে একটি ভিডিওতে এই উৎসব বন্ধের আহ্বান জানিয়েছেন।

এদিকে ইউলিনে কুকুর বিক্রির ধুম পড়ে গেছে। বিশাল হাট বসেছে। লোকজন চেহারা ও ওজন দেখে দরদাম করে কুকুর কিনছেন বলির উদ্দেশ্যে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৩৬   ৩৪৪ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ