আভিজাত্যের ইফতারি ধানমন্ডিতে

Home Page » ফিচার » আভিজাত্যের ইফতারি ধানমন্ডিতে
সোমবার, ২২ জুন ২০১৫



1434907913_p-6.jpgবঙ্গনিউজ ডটকমঃ পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর রেস্তোরাঁগুলোতে রকমারি ইফতারের আয়োজন করা হয়। এ বিশেষ করে ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকাগুলোতে আয়োজন করা হয় ভিন্ন ধরণের ইফতারি। তাই ভালো মানের আর আভিজাত্যের ইফতারির জন্য এসব এলাকার রেস্তোরাঁগুলোতে থাকে ক্রেতার ভিড়। ধানমন্ডির ম্যাডশেফ, চিজউকি, ফ্লেভারস মিউজিক ক্যাফে, সিলানত্রো, নস্টালজিক দ্যা পিট গ্রিলসহ বিভিন্ন রেস্তোরাঁয় নানা ধরণের ইফতারি সাথে ক্রেতার ভিড় লক্ষ্য করা যায়।ম্যাডশেফ: ধানমন্ডির সাত মসজিদ রোডে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উল্টোপাশের গলিতে ঢুকে হাতের ডানে ছোট পরিসরের রেস্তোরাঁ ম্যাডশেফ। বার্গারের জন্য জনপ্রিয় এই রেস্তোরাঁ রমজান উপলক্ষ্যে দিচ্ছে তিনটি প্ল্যাটার। পাঁচশ’ টাকার প্লাটারে থাকছে একটি রেগুলার বার্গার, অনিয়ন রিঙস, বাফেলো উইঙস ও ফ্রেঞ্চ ফ্রাই। পানীয় হিসেবে থাকছে পানি ও একটি মকটেইল। সাড়ে ছয়শ’ টাকার প্লাটারে থাকবে বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই কিংবা অনিয়ন রিঙস, গ্রিলড ভেজিটেবল এবং ম্যাশড পটেটোসহ চিকেন স্টেক এবং পানি ও মকটেইল।সাড়ে সাতশ’ টাকার প্লাটারে আছে দুটি রেগুলার বার্গার ও একটি কিউবান বার্গার, সাইড হিসেবে পাচ্ছেন অনিয়ন রিঙস ও ফ্রেঞ্চ ফ্রাই। আর পানি ও মকটেইল তো থাকছেই। ইফতারের ৪০ মিনিট আগ পর্যন্ত অর্ডার করা যাবে।চিজউইক: ধানমন্ডির জাহাজ বাড়ির উল্টাপাশের রেস্তোরাঁ চিজউইকে থাকছে ৪৯৯ টাকার ইফতার প্লাটার। এতে থাকছে ২টি স্প্রিং রোল, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল কারি, চিলি চিকেন ও আমের জুস।ফ্লেভারস মিউজিক ক্যাফে: কাকলি স্কুলের উল্টোপাশে র‌্যাংগস কেবি স্কয়্যার ভবনের ছয় তলার এই রেস্তোরাঁয় থাকছে দুটি ইফতার প্লাটার। ৪৯৯ টাকার প্লাটারে থাকছে গ্রিলড চিকেন, ফ্রাইড রাইস, আমের জুস, খেজুর, বাদাম, ব্রাউনি এবং ফ্রুট সালাদ। ৫৯৯ টাকার প্ল্যাটারে থাকছে চিকেন রাটাট্যুলি, মিট লোফ, ফাতুস সালাদ, কানাই রুটি বা রাইস, আমের জুস, খেজুর, বাদাম, ব্রাউনি এবং ফ্রুট সালাদ।সিলানত্রো: সিলানত্রো রেস্তোরাঁয় ইফতার প্লাটার থাকছে তিনটি। সবগুলো প্লাটারের সঙ্গেই স্টার্টার হিসেবে থাকছে ছোলা, হালিম, খেজুর, জিলাপি ও বেগুনি। ৭৯৫ টাকার মিক্সড প্লাটারে থাকছে পেরুভিয়ান চিকেন, গ্রিলড সারলোইন স্টেক, গ্রিলড চিকেন স্কিউয়ারস, বাটার ফ্রাইড রাইস, সটেড ভেজিটেবল, হার্ব রাইস এবং স্প্যানিস রাইস।৯৯৫ টাকার সিফুড প্লাটারে থাকবে বাটার ফ্রাইড ফিস স্কিউয়ারস, বাটার ফ্রাইড প্রন স্কিউয়ারস, কালামারিস ফ্রিটোস, চিকেন উইঙস, থিক কাট ফ্রাইস, গার্লিক মেয়ো এবং হাউস সস। ১ হাজার ৪শ’ ৯৫ টাকার মিক্সড প্লাটারে থাকছে বিফ কোফতা কাবাব, গ্রিলড চিকেন স্কিউয়ারস, বাটার ফ্রাইড ফিস ফিলেট, সালাদ, গার্লিক আয়োলি, তাৎজিকি সস, স্প্যানিস রাইস এবং পিটা ব্রেড। সবগুলো প্লাটারের সঙ্গেই থাকছে পিচার অফ লেমোনেড অথবা আইসড লেমন টি। এছাড়াও থাকছে কমপিমেন্টারি ডেসার্ট।নস্টালজিক: ধানমন্ডি ১৯ নম্বরের এই রেস্তোরাঁয় এশিয়ান কুইজিন ও কন্টিনেন্টাল কুইজিন নামে দুটি প্লাটার আয়োজন করা হয়েছে। এশিয়ান কুইজিনে থাকছে তাওয়াই বিফ, চিকেন সাসলিক, ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল, জয়পুর সুইটসের চারটি জিলাপি, দুটি খেজুর, অর্ধেক আপেল, লাইম জুস। দাম ৫৪৭ টাকা। কন্টিনেন্টাল কুইজনের দাম পড়বে ৬৪৭ টাকা। থাকছে মিনি পেপার স্টেক, ফিস অ্যান্ড চিপস, পাস্টা চিকেন হোয়াইট সস, কাজুবাদামের সালাদ, ২টি খেজুর, ৪টি জরপুর সুইটসের জিলাপি ও লাইম জুস।দ্য পিট গ্রিল: ধানমন্ডি পার্টি সেন্টার হাতের বামে রেখে শংকরের দিকে কিছু দূর এগোলেই হাতের ডানে পড়বে দ্য পিট গ্রিল। রেস্তোরাঁর কোনো নির্দিষ্ট ইফতার প্লাটার নেই, আছে বিশেষ ইফতার মেন্যু।মালাই কাবাব ১৫০ টাকা। হারিয়া কাবাব ১২০ টাকা। চিকেন বিবিকিউ ১৫০ টাকা। চিকেন সাত্তে ৫০ টাকা। চিকেন লেগ ১২০ টাকা। চিকেন উইস ৩০ টাকা। চিকেন বল ১০০ টাকা। গরুর চাপ ১৭৫ টাকা। গরুর কোফতা ৬০ টাকা। স্টেক রোল ১৫০ টাকা। শ্রিম্প স্কিউয়ার ১২০ টাকা। শ্রিম্প রোল ১২০ টাকা। হালিম ছোট ৩৫০ টাকা এবং বড় ৪৫০ টাকা। জিলাপি কেজি প্রতি ৬০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫০   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ