অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Home Page » বিনোদন » অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সোমবার, ২২ জুন ২০১৫



সোমবার, ২২ জুন ২০১৫

ahmed-sharif-3-290x180.jpgbongo-news.com: চেক প্রতারণার একটি মামলায় আদালতের সমনে হাজির না হওয়ায় অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান সোমবার পরোয়ানা জারির এ আদেশ দেন।

এক লাখ ৬৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগে মোশারফ হোসেন সুমন নামের এক ব্যবসায়ী গত ৫ মার্চ মাসে এই মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী রোকন রেজা শেখ জানান, ওইদিন মামলা গ্রহণ করে আদালত আহমেদ শরীফকে আদালতে হাজির হতে সমন জারি করে।

“সে অনুযায়ী আজ তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করা হয়। সে আবেদন শুনে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।”

রোকন রেজা জানান, আহমেদ শরীফকে গ্রেপ্তার করা গেল কি না, সে বিষয়ে আদালত ১ অগাস্ট প্রতিবেদন দিতে বলেছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেনের ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি দুই দফা ব্যাংকে জমা দিলেও তা প্রত্যাখ্যাত হয়।

এরপর বাদী উকিল নোটিস দিলেও পওনা টাকা ফেরত না দেওয়ায় আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা করেন মোশারফ হোসেন সুমন।

বাংলাদেশ সময়: ১৪:২৪:১৬   ৩৯৩ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ