দিল্লির রাজপথে মোদির নেতৃত্বে যোগচর্চা

Home Page » জাতীয় » দিল্লির রাজপথে মোদির নেতৃত্বে যোগচর্চা
সোমবার, ২২ জুন ২০১৫



1434901949_p-4.jpgবঙ্গনিউজ ডটকমঃ ভারতীয় প্রধানমন্ত্রীর উৎসাহ আর উদ্যোগে প্রথমবারের মতো বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগদিবস। দিল্লির রাজপথে ৩৭ হাজার মানুষের জমায়েতে বজ্রাসন আর পদ্মাসনে বসে এই যোগদিবসের নেতৃত্ব দেন নরেন্দ্র মোদি নিজে। এদিকে, বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, প্রগতিশীলদের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রীর যোগউদ্যোগ নিয়ে সন্দেহ রয়েছে। মোদির এই যোগপ্রচারের বিরোধিতা রয়েছে খোদ ভারতেই। বিরোধীদের মতে, মোদি ভারতের এই প্রাচীন শাস্ত্রকে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির হাতিয়ার বানাচ্ছেন। দেশটির মুসলমানদের একটি অংশের অভিযোগ, যোগ হিন্দু উপাসনার একটি অংশ এবং মোদি তা সবার ওপর চাপিয়ে দিতে চাইছেন। এসব সমালোচনার জবাবে ভারত সরকার বলেছে, রোববারের যোগ অনুষ্ঠানে যোগ দেয়া বাধ্যতামূলক নয়। আর মুসলমানরা এ উদ্যোগের বিরোধিতা করছেন বলে যেসব খবর আসছে তা অতিরঞ্জিত।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভারতীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আধা-সামরিক বাহিনীর সদস্য ও পুলিশ মিলিয়ে প্রায় ৩৭ হাজার মানুষ ৩৫ মিনিটের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে এনডিটিভির খবর। ৩০ কোটি রুপি খরচ করে দিল্লির এই যোগ জমায়েতের আরেকটি লক্ষ্য ছিল একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের যোগসাধনের গিনেজ রেকর্ড গড়া।এর আগের রেকর্ডটি হয়েছিল ২০০৫ সালে গোয়ালিয়রে। বিবেকানন্দ আশ্রমের সেই আয়োজনে ২৯ হাজার ৯৭৩ জন অংশ নিয়েছিলেন।৬৪ বছর বয়সী মোদি বলেন, যোগ কেবল দেহকে নমনীয় করার ব্যায়াম নয়, আত্মিক উন্নয়নেরও তরিকা। যোগ কেবল শরীরচর্চা নয়, তাহলে সার্কাসের দরাবাজও যোগী হয়ে যেত। যে গুরুরা ভারতীয় এই প্রাচীন শাস্ত্রকে শত শত বছর ধরে রক্ষা করেছেন, তাদের প্রতি ভক্তি জানান প্রধানমন্ত্রী মোদি।অপর এক খবরে জানা যায়, দিল্লির রাজপথে বিশ্ব যোগব্যায়াম দিবসের যোগব্যায়ামে যোগ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ সময় তার অন্য সঙ্গীরাও যোগব্যায়ামে সঙ্গী হয়েছেন। কেজরিওয়াল সংবাদ মাধ্যমকে বলেন, যোগব্যায়াম স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এছাড়া প্রত্যেকেরই যোগব্যায়াম করা উচিত। মানসিক চাপ কমিয়ে আনতে খুবই কার্যকরী যোগব্যায়াম।কেবল ভারত নয়, জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশের মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ছাড়া সব রাষ্ট্রেই যোগদিবসের কিছু না কিছু অনুষ্ঠান থাকবে বলে বিবিসির খবর। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অংশগ্রহণে রোববার যোগচর্চা হবে সিয়াচেন হিমবাহ আর গভীর সাগরের বুকেও।নিউইয়র্কের টাইমস স্কয়ারে ৩০ হাজার মানুষের অংশগ্রহণে যোগদিবসের অনুষ্ঠানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজেও আসনে বসছেন। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনেরও সেখানে উপস্থিত থাকার কথা।উল্লেখ্য, গতকাল রোববার সকালে দিল্লির রাজপথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যোগব্যায়াম দিবসের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ যোগব্যায়াম দিবস উদযাপনে বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্যে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার মানুষ দিল্লির রাজপথে সমবেত হন। বিবিসি, এনডিটিভি।

বাংলাদেশ সময়: ০:৪২:৫৭   ৩৪০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ