মহাকাশ স্টেশনে নাসার রোবট

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » মহাকাশ স্টেশনে নাসার রোবট
সোমবার, ২২ জুন ২০১৫



4608c7d4e6c77114dc546d08b3ce75c8-2.jpgবঙ্গনিউজ ডটকমঃ মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি রোবট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মুক্তভাবে অবস্থান করছে। মহাকাশে এই প্রথম কোনো রোবট মানুষের ব্যবহারোপযোগী যন্ত্রপাতি নিয়ে কাজ করছে।

রোবোনট টু নামের ওই রোবট গত বছর নাসার সেরা সরকারি উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়েছে। নানা রকমের পর্যালোচনার পরই রোবটটিকে আইএসএসে পাঠানোর জন্য বাছাই করা হয়। নভোচারীরা যাচাই করে দেখছেন, রোবোনট টু পৃথিবীতে অবস্থানরত চিকিৎসকদের সহায়তা নিয়ে মহাকাশে চিকিৎসাসেবা দিতে পারে কি না।

নাসা এবং মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসের যৌথ উদ্যোগে রোবোনট তৈরি করা হয়েছে। মোটরগাড়ি নির্মাণকাজেও এই নকশার রোবট ব্যবহৃত হচ্ছে। এটি স্মার্টফোনের ক্যামেরায় নিজেই নিজের ছবি (সেলফি) তোলার মতো কাজ অনায়াসে করতে পারে। নাসার ওয়েবসাইটে বলা হয়, আইএসএসের মতো জায়গায় রোবোনট সহজ, পুনরাবৃত্তিমূলক ও বিপজ্জনক কিছু কাজ করে দেখিয়েছে।

নাসার রোবোনট প্রকল্প শুরু হয়েছিল ১৯৯৭ সালে। তখন বিজ্ঞানীরা ২০০৫ সালের মধ্যে মহাকাশে একটি রোবট পাঠানোর স্বপ্ন দেখতেন, যা ২০১১ সালে সত্যি হয়েছে। ওই বছরই রোবোনট টু আইএসএসে পৌঁছায়। সেখানকার নভোচারীরা এখন যাচাই করে দেখছেন, অতি সামান্য মাধ্যাকর্ষণে রোবটটি কেমন কাজ করে। একই ধরনের যেসব কাজ বারবার করতে হয়, সেগুলোর দায়িত্ব রোবট নিয়ে নিতে পারলে আইএসএস অবস্থানকারী নভোচারীরা গবেষণা ও অন্যান্য জটিল কাজে আরও বেশি সময় দিতে পারবেন। আইএএনএস।

বাংলাদেশ সময়: ০:৪০:০৭   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ