মুক্তিযোদ্ধাদের আরও ১০ হাজার বাসস্থান

Home Page » আজকের সকল পত্রিকা » মুক্তিযোদ্ধাদের আরও ১০ হাজার বাসস্থান
রবিবার, ২১ জুন ২০১৫



perliamentsk_.jpgবঙ্গনিউজ ডটকমঃ বর্তমানে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ শীর্ষক ২২৭ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প চলমান রয়েছে। এটি পরিচালনা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের জন্য আগামি অর্থবছরে আরও ১০ হাজার বাসস্থান তৈরির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গুরুত্বপূর্ণ এ প্রকল্পটিতে ৪৮৪টি উপজেলায় মোট ২ হাজার ৯৭১টি বাসস্থান নির্মাণের সংস্থান আছে। যা ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে সংস্থানকৃত ২ হাজার ৯৭১টি ইউনিটের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৫১ ইউনিট নির্মাণের জন্য অনুমোদিত হয়েছে।

ইতোমধ্যেই সবগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫৪৮টি বাসস্থানের নির্মাণ কাজ শেষ হয়েছে। ৯৭৩টি বাসস্থানের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ৩৬১টি বাসস্থানের দরপত্রের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প নামে একটি প্রকল্প চলমান রয়েছে। ২০১২ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে। ওই প্রকল্পের আওতায় মোট ১ হাজার ৭৮ দশমিক ৫১ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলা ব্যতীত মোট ৪২২টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে।

প্রকল্পটির আওতায় ইতোমধ্যে ৩০টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১২৭টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ১৯টির নির্মাণ কাজের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩৪   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ