জাদু জানেন মাশরাফি!

Home Page » আজকের সকল পত্রিকা » জাদু জানেন মাশরাফি!
রবিবার, ২১ জুন ২০১৫



mashrafe.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশ ক্রিকেট দলের এ মুহূর্তের সবচেয়ে ক্ষমতাবান ক্রিকেটার। অথচ সবচেয়ে সাধারণ এবং সহজ-সরল। স্বপ্নের ক্রিকেটার হলেও আম-জনতার প্রতিনিধি বলা হয় তাকে। মাশরাফি বিন মর্তুজা দেশের এক নম্বর ক্রিকেটার কি না, এ নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট যে এখন সর্বোচ্চ শিখরে, অস্বীকার করার কোনো উপায় নেই। তার হাত ধরে অল্প অল্প করে পাল্টে যাওয়া বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে ক্রিকেট দল। পরিসংখ্যানও বলছে। এ বছর এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে জয় সাতটি। সাফল্য ৭০ শতাংশ। তার নেতৃত্বে যেন সত্যিই জাদু রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটারদের তালিকায় মাশরাফির স্থান নিঃসন্দেহে উপরের দিকে। প্রথম তিনজনে থাকবেন কোনো সন্দেহ নেই। কিন্তু ইনজুরির জন্য যতটা জ্বলে উঠা উচিত ছিল, ঠিক ততটা জ্বলে উঠতে পারেননি। অবশ্য ক্রিকেট ইতিহাসে তার মতো কামব্যাক করার নজির রয়েছে খুবই কম। ছয় ছয়বার হাঁটুর অস্ত্রোপচার করে মাশরাফি এখনো খেলছেন এবং দাপটের সঙ্গে। ২০০১ সালে অভিষেক। ১৪ বছর ধরে খেলছেন। অথচ নামের পাশে লেখা মাত্র ১৫২ ওয়ানডে। কিন্তু তিনি যে মাপের ক্রিকেটার, তাতে সংখ্যা দুই-আড়াইশ হলে অবাক হওয়ার কিছু ছিল না। ইনজুরি ব্যারিকেড হওয়ায় সেটা হয়নি। তারপরও যতদিন খেলছেন, ততদিনই দেশের এক নম্বর বোলার। এখন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়কত্বের অভিষেক হয়েছিল। ইনজুরিতে পড়ে অধিনায়কত্ব হারান। অধিনায়কত্ব ফিরে পান ২০১০ সালে ইংল্যান্ড সফরে। ইউরোপ সফরে তিনি ৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে পুনরায় ইনজুরির কাছে হার মানেন। ছেড়ে দেন নেতৃত্ব। ২০১৪ সালে জিম্বাবুয়ের সিরিজে মুশফিকুর রহিমের হাত থেকে বুঝে পান দায়িত্ব। সেই থেকে এখনো অধিনায়ক। তার নেতৃত্বে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করেছে। ভারতের বিপক্ষে সিরিজ জেতার অপেক্ষায়। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ওয়ানডে ক্রিকেটারদের একজন। তার অধিনায়কত্বের ১৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৩টি। যাতে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের মতো দল। বাংলাদেশ ক্রিকেটে এখন স্বর্ণ সময় পার করছে তার অধিনায়কত্বে। এমন এক অধিনায়কের হাত ধরে দেশের ক্রিকেট উপরের দিকে উঠবে, এটাই স্বাভাবিক। কোচ চন্ডিকা হাতুরাসিংহেও শ্রদ্ধা মাখানো কণ্ঠে জানিয়েছেন মাশরাফি একজন সত্যিকারের নেতা, ‘দলের সাফল্যে মাশরাফির অবদান অনেক। সে এমন একজন লোক, যার নজর সবদিকে।
খোঁজ খবর রাখেন সবার। সাজঘরে তার কমান্ডিং ভয়েসেও থাকে শ্রদ্ধা। কারও প্রতি কোনো অভিযোগ কিংবা অনুযোগ নেই। সে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে। যে পরিস্থিতিতে সে ক্রিকেট খেলছে, এক কথা সেটা অসাধারণ। সত্যিকারের একজন লিডার মাশরাফি।’ বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে ৩০৭টি। জয় ৯৬টি। এর মধ্যে অধিনায়ক হিসেবে দেশকে সবচেয়ে বেশি ৬৯ বার দেশকে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। ২৯ জয়ের বিপক্ষে হার ৪০টি। সাকিব আল হাসান ৪৯ ম্যাচে ২৩ জয় এবং ২৬ হার। আশরাফুল ৩৮ ম্যাচ, মুশফিক ৩৭ এবং খালেদ মাসুদ নেতৃত্ব দিয়েছেন ৩০ ম্যাচে। শতাংশের হিসেবে সবচেয়ে বেশি সাফল্য মাশরাফির, ১৯ ম্যাচে ১৩ জয়। প্রায় ৮০ শতাংশ!

বাংলাদেশ সময়: ১৪:৫৬:১৫   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ