২০১৬ সালে ট্যুরিজম বর্ষ পালিত হবে

Home Page » জাতীয় » ২০১৬ সালে ট্যুরিজম বর্ষ পালিত হবে
শনিবার, ২০ জুন ২০১৫



1434816035.jpgবঙ্গনিউজ ডটকমঃ ২০১৬ সালে ‘ট্যুরিজম বর্ষ’ পালিত হবে। ধারণা করা হচ্ছে, এ বছরে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক বাংলাদেশে আসবে। বিদেশি পর্যটকদের উন্নত সেবা প্রদানের জন্য ট্যুর অপারেটরদের দক্ষতা বাড়াতে সরকার তরুণ ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ প্রদান করছে। খবর বাসসের।

 

ৎবাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আখতারুজ্জামান খান কবির বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ট্যুরিজম বছরে ১০ লাখ বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি।

 

আমাদের প্রস্তুতির অংশ হিসেব আমরা ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেছি। তিনি বলেন, আমাদের পর্যটক শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও যথাযথ মার্কেটিং কৌশলের অভাবে আমরা আমাদের পর্যটন সুবিধা কাজে লাগাতে পারছি না।

 

তিনি আরো বলেন, আন্তর্জাতিক ট্যুরিজমের উন্নয়নের পাশাপাশি আমরা বিদেশি পর্যটকদের উন্নত সেবা প্রদানে আমাদের সক্ষমতা নিশ্চিত করছি। গত সপ্তাহে বিটিবি ট্যুরিজম বর্ষকে সামনে রেখে একদল তরুণ ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ দিয়েছে। তিনি বলেন, আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

 

কবির বলেন, ট্যুরিজম বর্ষের অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে আমরা ট্যুরিজম শিল্পের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পদক্ষেপ নিয়েছি।

 

বিটিবি সূত্র জানায়, ট্যুরিজম বর্ষ সফল করতে ‘ভিজিট বাংলাদেশ ক্যাম্পেইন’ শিরোনামে একটি নীতিমালা গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে।

 

প্রচারণা চারভাবে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো, প্রস্তুতি, প্রি-ইয়ার প্রমোশন, সিলেকশন ও ইভাল্যুয়েশন। পরিকল্পনার অংশ হিসেবে বিটিবি ইতিমধ্যেই ট্যুরিজম বর্ষের একটি খসড়া ইভেন্ট ক্যালেন্ডার তৈরি করেছে।

 

বাংলাদেশে ঐতিহাসিক বৌদ্ধ স্থানগুলো পরিদর্শনের জন্য বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে আগামী অক্টোবর মাসে রাজধানীতে ‘বুড্ডিস্ট ট্যুরিজম’ সার্কিটের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

বৌদ্ধ অধ্যুষিত ১৩টি দেশের মন্ত্রিবর্গ এবং ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের (ডব্লিউটিও) ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দেবেন।

 

বিটিবি ধারণা করছে, এতে ট্যুরিজম বর্ষের সময়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক বাংলাদেশে আসবে।

 

পর্যটক বর্ষ উদযাপনে প্রস্তাবিত বাজেটে দুই শ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০২   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ