আত্মসমর্পণ করবেন না জাফরুল্লাহ

Home Page » আজকের সকল পত্রিকা » আত্মসমর্পণ করবেন না জাফরুল্লাহ
শনিবার, ২০ জুন ২০১৫



1433926707_85355.jpgবঙ্গনিউজ ডটকমঃআদালত অবমাননার মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও, তিনি আত্মসমর্পণ করবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম৷

আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ জন নাগরিক গত বছরের ১৮ ডিসেম্বর বিবৃতি দেন৷ মানবাধিকারকর্মী খুশী কবির পরে বিবৃতি থেকে নাম প্রত্যাহার করে নিলে ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল ৪৯ বিবৃতিদাতার কাছে তাদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চায়৷ পরে বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ২৬ জন বিবৃতিদাতাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় ট্রাইব্যুনাল৷ বাকি ২৩ জনের বিরুদ্ধে গত ১লা এপ্রিল ট্রাইব্যুনাল আদালত অবমাননার রুল দেয়৷ ১০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাফরুল্লাহকে আদালত অবমাননার দায়ে এক ঘণ্টার জেল এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়৷ অবশ্য অন্য ২২ জন বিশিষ্ট ব্যক্তিকে ক্ষমা করে দেয় আদালত৷

১০ জুন ট্রাইব্যুনালের কাঠগড়ায় জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা দাড় করিয়ে কারাদণ্ড কার্যকর করা হয়৷ এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানার দেয়ার সময়সীমা বেধে দেয়া হয় ১৬ জুন পর্যন্ত৷ কিন্তু ডা. জাফরুল্লাহ জরিমানা দিতে অস্বীকৃতি জানান৷ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে ৫ জুলাই পর্যন্ত তা স্থগিতের নির্দেশ দেয়া হয়৷ কিন্তু এই স্থগিতাদেশের মধ্যেই ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জরিমানা না দেয়ার কারণে৷

জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম জানান, ‘‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগেই ৫ জুলাই পর্যন্ত জরিমানার ওপর স্থগিতাদেশ দিয়েছে৷ এরপরও ট্রাইব্যুনাল কীভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করল, তা আমি বুঝতে পারছি না৷” আমার মনে হয় কোনো ‘মিস কমিউনিকেশন’ হয়েছে৷ আমরা আপিল বিভাগকে জানাবো৷”

তিনি আরো বলেন, ‘‘ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার ব্যাপারেও আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না৷”

এদিকে ১০ই জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শাস্তি দেয়ার পর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী গভীর উদ্বেগ প্রকাশ করেন৷

তিনি এক বিবৃতিতে বলেন, ‘‘একাত্তরে পাকিস্তানি হানাদারদের আক্রমণের মুখে সবাই যখন নিরাপদ আশ্রয়য়ের জন্য ছোটাছুটি করছিল, তখন ডা. জাফরুল্লাহ চৌধুরী বিদেশে নিরাপদ জীবন ছেড়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন৷”

তিনি বলেন, ‘‘ডা. চৌধুরীর মতো ত্যাগী, প্রতিবাদী ও সর্বাঙ্গীন মুক্তিযোদ্ধাকে শাস্তি প্রদান দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশকেই শাস্তি প্রদানের সামিল৷’

বাংলাদেশ সময়: ১৫:১৩:৪২   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ