রোজায় পণ্যের দাম ঊর্ধ্বমুখী

Home Page » অর্থ ও বানিজ্য » রোজায় পণ্যের দাম ঊর্ধ্বমুখী
শুক্রবার, ১৯ জুন ২০১৫



untitled-3_144237.jpgবঙ্গনিউজ ডটকমঃ রমজানকে কেন্দ্র্র করে বেশির ভাগ পণ্যের দাম বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে অনেকটা স্বাভাবিক ছিল নিত্যপণ্যের দাম। তবে রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় পণ্যের দাম কৌশলে বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার খুচরা ও পাইকারি দুই বাজারেই পণ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে সুপারশপ ও টিসিবির খোলাবাজারে বিক্রি করা পণ্যের দাম স্বাভাবিক রয়েছে।রোজা শুরুর একদিন আগে বৃহস্পতিবার রাজধানীর বাজারগুলোতে বেশি ভিড় দেখা গেছে। কারওয়ান বাজার, শান্তিনগর, হাতিরপুল, নিউমার্কেটসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের ভিড় থাকায় বেশি দামে পণ্য বিক্রি করেছেন ব্যবসায়ীরা। বাড়তি দামে অস্বস্তিতে পড়েন ক্রেতারা। বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, আলু, বেগুন, শসা, কাঁচামরিচ, লেবু, ধনেপাতা, খেজুর, মুড়ি, ডালের বেসন, খোলা পাম তেল, মুরগি ও মাছের দাম বেড়েছে।এ ছাড়া আগে থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি, ডাল ও মাংস। বাজারে পণ্যের দামে অস্থিরতা থাকলেও স্বস্তিতে বিক্রি হচ্ছে সুপারশপে। আগোরা, মীনাবাজার, স্বপ্নসহ বিভিন্ন সুপারশপে খুচরা বাজারের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ায়দুই সপ্তাহ আগে পেঁয়াজের দাম কমলেও রোজার কারণে আবারও দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তিন দিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা এবং দেশি পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা।

চাহিদা বেশি থাকায় পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী জুলফিকার আলী সমকালকে বলেন, পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪২ ও ভারতীয় পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ৩৭ ও ৩২ টাকায় বিক্রি হয়েছে। এখন ভারতীয় আমদানি করা পেঁয়াজের দাম বেশি থাকায় দেশি পেঁয়াজের দাম বেড়েছে।

গতকাল প্রতি কেজি বেগুনের দাম একশ’ টাকা ছুঁয়েছে। নিউমার্কেটে প্রতি কেজি ভালো মানের বেগুন ১০০ টাকা এবং হাতিরপুল বাজারে ৭০ থেকে ৯০ টাকায় বেগুন বিক্রি হয়েছে। দু’দিন আগেও খুচরা বাজারে প্রতি কেজি বেগুনের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা; আগোরা সুপারশপে যা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল কারওয়ান বাজারের পাইকারিতে বেগুন বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। খুচরায় প্রতি কেজিতে ৫০ টাকা বেড়ে ধনেপাতা আড়াইশ’ টাকায় বিক্রি হচ্ছে। শসা ও টমেটো কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় দাঁড়িয়েছে। সুপারশপে শসা ১৬ টাকা ও টমেটো ৩২ টাকা। বাজারে আলুর দামও প্রতি কেজিতে পাঁচ টাকা বেড়ে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। একই আলু সুপারশপে ১৭ টাকা। এ ছাড়া কাঁচামরিচের দাম দ্বিগুণ বেড়ে ৫০ টাকা হয়েছে। লেবুর হালি ২৫ থেকে ৩০ টাকা, যা আগে ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কাঁচামরিচ ১০ থেকে বেড়ে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ইফতারসামগ্রী তৈরিতে যেসব পণ্য এখন বেশি প্রয়োজন, সেসব পণ্যের দাম আগেই বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। ইফতার উপযোগী সবজি ছাড়াও মুড়ির দামে বেড়েছে কেজিতে ৩০ টাকা। আগে ভালো মানের মোটা মুড়ি ৭০ টাকায় বিক্রি হলেও গতকাল তা একশ’ টাকায় বিক্রি হতে দেখা গেছে। চিনিতে বাড়তি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলেও আগের চড়া দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি সুগার বিটের চিনি ৪০ থেকে ৪২ টাকা ও দেশি আখের চিনি ৪৫ টাকা, যা সুপারশপে ৩৯ টাকা ও টিসিবি ৩৭ টাকায় বিক্রি করছে।খেজুরের দামও বেড়েছে। প্রতি কেজি সাধারণ মানের খেজুর আগে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সুপারশপে তা ১৪০ টাকা ও টিসিবি ৮০ টাকায় বিক্রি করছে। ভালো মানের খেজুর আড়াইশ’ থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ছোলা বিক্রি হচ্ছে কেজি ৬০ থেকে ৬৫ টাকা, যা টিসিবি খোলাবাজারে ৫৩ টাকায় দিচ্ছে। দেশি মসুর ডাল ১১৫ থেকে ১২০ টাকা, একই মানের ডাল টিসিবি বিক্রি করছে ১০৩ টাকায়। আমদানি করা মসুর ৯৫ টাকা, অ্যাঙ্কর ডাল ৫০ থেকে ৫৫ ও খেসারি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডালের দাম আগে থেকেই বাড়তি রয়েছে। তবে নতুন করে বেড়েছে বেসনের দাম। প্রতি কেজি খেসারি ডালের বেসন ৬০ টাকা ও বুটের ডালের বেসন ৯০ টাকা।রোজার ইফতারিতে খোলা পাম তেলের চাহিদা বেড়ে যাওয়ায় লিটারে পাঁচ টাকা দাম বেড়েছে। গতকাল প্রতি লিটার পাম তেল ৬৫ টাকায় বিক্রি হয়, যা আগে ৬০ টাকা ছিল।এদিকে, আগে থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাংস। গতকাল প্রতি কেজি গরুর মাংস ৩৮০ টাকা ও খাসির মাংস ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে মাংসের দর প্রতিবছর সিটি করপোরেশন বেঁধে দিলেও এবার তা হয়নি। এ কারণে গতকাল সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে মাংস ব্যবসায়ী সমিতি। এসবের বাড়তি দামের কারণে গতকাল মুরগি ও মাছ বেচাকেনা বেশি ছিল। এ সুযোগে মুরগির দামে কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার ১৭০ টাকা ও লেয়ার ১৯০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল বেশির ভাগ মাছের দাম ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি ছিল।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৫৪   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ