ঢাকার পাশে আরও দুইটি উপশহর গড়বে রাজউক

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকার পাশে আরও দুইটি উপশহর গড়বে রাজউক
শুক্রবার, ১৯ জুন ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ আরও দুইটি উপশহর করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জি এম জয়নাল আবেদীন।

উপশহর দুইটি নির্মাণের জন্য এরই মধ্যে ঢাকার আশে-পাশে দুইটি জায়গাও নির্ধারণ করা হয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।

তবে কৌশলগত কারণে স্থান দুইটির নাম প্রকাশ করেননি তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব ধরনের ঝামেলা এড়ানোর জন্য এ মুহূর্তে স্থান দুইটির নাম বলতে চাইনা। চুড়ান্ত অনুমোদনের পর আমরা তা প্রকাশ করবো।

রাজউক চেয়ারম্যান বলেন, ঢাকা শহরের মানুষের আবাসিক চাহিদা পুরণের লক্ষ্যেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মুন্সিগঞ্জে বিমান বন্দর নির্মাণের জন্য জায়গা অধিগ্রহণ করতে গেলে স্থানীয় মানুষের সাথে ঝামেলা বাঁধে এবং তারা সহিংস আন্দোলন করে। শেষ পর্যন্ত সরকার বিমান বন্দরের প্রকল্পটি পরিত্যক্ত ঘোষনা করে।

সংবাদ সম্মেলনে রাজউক চেয়ারম্যান ঢাকা শহরে রাজউকের কর্মকান্ডের নানা দিক তুলে ধরেন।

তিনি উত্তরা তৃতীয় পর্ব প্রকল্প সম্বন্ধে বলেন, উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের বেশ কিছু ভবন নয় থেকে ১০ তলা পর্যন্ত উপরের দিকে উঠে গেছে। এ এপার্টমেন্টগুলোতে আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকবে। থাকবে যথেষ্ট স্পেস যাতে আলো-বাতাস প্রবেশ করে। আমরা আশা করবো যারা দেরী দেখে এপার্টমেন্টের টাকা তুলে নিয়েছেন তাদের অনুরোধ করবো আপানার আবার আসুন। আপনারা লাভবান হবেন।

পূর্বাচল উপ-শহর সম্বন্ধে তিনি বলেন, পূর্বাচল হবে একটি আধুনিক শহর। ইতোমধ্যে এ প্রকল্পের অভ্যন্তরীন ৬০ শতাংশ রাস্তা শেষ করেছি। এখানে সবই ঠিকভাবে এগিয়ে যাচ্ছে। কেবল ওয়াসাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। ওয়াসার স্যুয়ারেজ, ট্রিটমেন্ট প্ল্যান্টসহ সবগুলো কাজ এবার রাজউক নিজে করবে।

সম্প্রতি কাঠালবাগান এলাকায় হোটেল সুন্দরবনের পাশে ন্যাশনাল ব্যাংক টাওয়ারের শোর পাইলিং ধ্বসে পড়ার ঘটনায় রাজউক যে তদন্ত কমিটি করেছিল সে সম্বন্ধে চেয়ানম্যান জানান, এখন থেকে এক সপ্তাহ পর তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:১২:০২   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ