ভাগ্য সাহসীদেরই পক্ষে থাকে :মাশরাফি

Home Page » আজকের সকল পত্রিকা » ভাগ্য সাহসীদেরই পক্ষে থাকে :মাশরাফি
শুক্রবার, ১৯ জুন ২০১৫



1434659838.jpgবঙ্গনিউজ ডটকমঃ একদিকে মহেন্দ্র সিং ধোনি সংবাদ সম্মেলন শেষ করে মাথা নিচু করে মাঠ পাড়ি দিচ্ছেন। অন্য দিকে ড্রেসিংরুম থেকে মুস্তাফিজুরকে নিয়ে হাসতে হাসতে বের হলেন মাশরাফি বিন মুর্তজা। এই চিত্রটাই বলে দেয় গতকাল রাতে মিরপুর স্টেডিয়ামে কী হয়েছে।

 

কী হয়েছে, তা সবাই জানেন। কিভাবে হয়েছে, সে ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সবার আগে কৃতিত্বটা দিলেন অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমানকে। বারবার করে বললেন, ‘মুস্তাফিজ এমন একজন বোলার যে, আপনার হাতে থাকলে তাকে এই কন্ডিশনে না খেলানোর কোনো অর্থই নেই। আমরা জানতাম, ওর স্টক বলটা এই কন্ডিশনে পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানের জন্য কঠিন একটা ব্যাপার।’

 

তবে মুস্তাফিজকে খেলানোর ব্যাপারটা যে একটু ঝুকিপূর্ন সিদ্ধান্ত ছিলো, সেটা মানছেন মাশরাফি। বিশেষ করে চার পেসার নিয়ে নামাটা উল্টো ফল দিলে সমালোচনা হতে পারতো। তবে মাশরাফি বলছেন, তারা সাহস দেখিয়েছেন, ‘দেভখুন, আমি পেসারদের সমর্থন করতেই পছন্দ করি। আমি জানি, ফল উল্টো হলে সবাই সমালোচনা করতো। তবে সাহস দেখাতেই হয়। আর জানেন তো, ভাগ্য সাহসীদের পক্ষে থাকে।’মাশরাফির মতো মোটেও বাকপটু নন অভিষেকে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজ। রোহিত, রায়নাদের আউট করতে কাপেননি। তবে সংবাদ সম্মেলনে এসে একটু নার্ভাসই হয়ে গেলেন সাতক্ষীরার এই তরুন। ভাঙা ভাঙা বাক্যে বললেন, ‘আমি ভয় পাইনি। মাশরাফি ভাই আমার ওপর ভরসা রেখেছেন। আমি চেষ্টা করেছি। দল জিতেছে, তাই ভালো লাগছে।’

 

বাংলাদেশের যেটা ভালো লাগা, ভারতের জন্য সেটাই বেদনা। বাংলাদেশের কাছে এভাবে পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে ভারতীয় অধিনায়ক অবশ্য পুরো কৃতিত্বটা স্বাগতিকদেরই দিলেন মহেন্দ্র সিং ধোনি, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা আমাদের বোলারদের থিতু হতে দেয়নি। তারা আক্রমণ চালিয়ে গেছে। মাঝে উইকেট হারালেও আবার খেলায় ফিরে এসেছে। ওদের বোলাররা পেস বৈচিত্র দিয়ে আমাদের কাবু করে ফেলেছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারিনি।’

বাংলাদেশ সময়: ৩:৪৯:১২   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ