বিজ্ঞানীদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া হয় না: কৃষিমন্ত্রী

Home Page » প্রথমপাতা » বিজ্ঞানীদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া হয় না: কৃষিমন্ত্রী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫



agri-minister_144068.jpgবঙ্গনিউজ ডটকমঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘খাদ্যসহ সব ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের এ অবদান না থাকলে খাদ্য নিরাপত্তাসহ অনেক সংকটের মুখোমুখি হতাম আমরা। অথচ বিজ্ঞানীদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া হয় না।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলে খাতভিত্তিক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা কৃষি না, বিজ্ঞানের অবদান খাচ্ছি। তাই বিজ্ঞানীদের কিভাবে গবেষণায় ধরে রাখা যায় এটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাকসুদুল আলমের কথা আমরা কাগজে পড়ি, কিন্তু তাদের সহযোগিতা করা সম্ভব হয় না। বিজ্ঞানীদের সুবিধা দিলে অন্য কর্মকর্তারা ঈর্ষান্বিত হন, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’

কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহারের ওপর জোর দিয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘এ বিদ্যুতের জন্য বিল দিতে হয় না। তাই সেচে ৬০ শতাংশ সৌরবিদ্যুৎ ব্যবহার করা যায়।’

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নদী ব্যবস্থাপনাকে আরও গুরুত্ব দেয়ার কথা জানান।

সভায় অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান জানান, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্য দূরীকরণ, সমাজে নায্যতা স্থাপন, নিরক্ষরতা দূরীকরণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এগুলোর দ্রুত অর্জনে সবাই কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩০:২৯   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ