নকিয়া উজাড় মাইক্রোসফটে তোলপাড়!

Home Page » আজকের সকল পত্রিকা » নকিয়া উজাড় মাইক্রোসফটে তোলপাড়!
বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫



download2.jpgবঙ্গনিউজ ডটকমঃ মাইক্রোসফট ছেড়ে অবসরে যেতে বাধ্য হচ্ছেন উইন্ডোজ বিভাগের বর্তমান প্রধান ও নকিয়ার সাবেক বস স্টিফেন ইলোপ। একই সঙ্গে মাইক্রোসফটের আরও চারজন শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠাচ্ছে মাইক্রোসফট। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট তাঁদের ব্যবসা পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে যাতে আর স্টিফেন ইলোপের দরকার পড়বে না। খবর রয়টার্সের।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, মাইক্রোসফট তাদের মূল ব্যবসার প্রতিই অধিক গুরুত্ব দিতে যাচ্ছে। সামনে সফটওয়্যার ও ক্লাউড সেবাকেই অধিক গুরুত্ব দেবে মাইক্রোসফট।

এদিকে, বাজার বিশ্লেষকেরা বলছেন- ইলোপের বিদায়ের মধ্য দিয়ে মাইক্রোসফট হার্ডওয়্যার ব্যবসায় গুরুত্ব কমিয়ে মূল সফটওয়্যার ব্যবসার দিকে আরও বেশি ঝুঁকে গেল। ইলোপের অধীনে থাকা ডিভাইস গ্রুপ মাইক্রোসফটের উইন্ডোজ ইউনিট হিসেবে পরিচালিত হবে।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, গত বছর ৭২০ কোটি মার্কিন ডলার খরচ করে নকিয়ার মোবাইল হ্যান্ডসেট ইউনিটটি কিনেছিল মাইক্রোসফট যা বর্তমানে মাইক্রোসফটের লোকসানি ব্যবসায় পরিণত হয়েছে এবং স্মার্টফোন বাজারেও মাত্র তিন শতাংশ দখল করতে পেরেছে মাইক্রোসফট।

এফবিআর ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষক ড্যানিয়েল আইভস মনে করেন, নকিয়াকে কিনে নেওয়া মাইক্রোসফটের জন্য এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। নাদেলা এই মাথাব্যথার বিষয়টি নিজ ঘাড়ে নিয়ে মন্দের মাঝ থেকে ভালো কিছু বের করার চেষ্টা চালাচ্ছেন।

নকিয়ার হ্যান্ডসেট ব্যবসা কিনে নেওয়াটা ছিল মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমারের নেওয়ার শেষ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম যা বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারেনি। নকিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমেই মাইক্রোসফটে এসেছিলেন ইলোপ। মাইক্রোসফটে এসে বড় ডিভাইস ইউনিট চালানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। অবশ্য এটি ছিল তাঁর মাইক্রোসফটে দ্বিতীয়বার ফেরা। এর আগে ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মাইক্রোসফট অফিস ইউনিটে কাজ করে নকিয়ায় গিয়েছিলেন ইলোপ।

বর্তমানে মাইক্রোসফটে ফিরে এসে উইন্ডোজ ফোনকে জনপ্রিয় করতে কাজ করছিলেন ইলোপ। কিন্তু তাঁর সে চেষ্টা সফল হয়নি। এ ছাড়া গত বছর এক ই-মেইলে সাড়ে ১২ হাজার কর্মীকে ছাঁটাই করায় ইলোপ অনেকের চক্ষুশূলও হয়েছিলেন।

ইলোপকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘স্টিফেন ও আমি একমত হয়েছি যে এখনই তাঁর মাইক্রোসফট থেকে অবসর নেওয়ার উপযুক্ত সময়।

ইলোপ যে দায়িত্বে ছিলেন সেই ডিভাইস বিভাগটির নাম পরিবর্তন করে উইন্ডোজ অ্যান্ড ডিভাইস গ্রুপ রাখছে মাইক্রোসফট। এই বিভাগটির দায়িত্ব নিচ্ছেন অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন।

নাদেলা বলেছেন, এখন থেকে ব্যক্তিগত কম্পিউটিং অভিজ্ঞতাকে প্রাধান্য দেবে মাইক্রোসফট যার চালিকাশক্তি হবে উইন্ডোজ ইকোসিস্টেম।

২৯ জুলাই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করছে মাইক্রোসফট যা প্রথমবারের মতো পিসি, ট্যাব ও ফোনের জন্য নকশা করা হয়েছে।

ইলোপ ছাড়াও মাইক্রোসফটের আর যেসব নির্বাহীকে অবসরে যেতে হচ্ছে তাঁদের মধ্যে রয়েছে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা ব্যবসার পরিচালক কাইরিল তাতারিনভ, প্রযুক্তি পরামর্শক এরিক রাডার ও চিপ ইনসাইট অফিসার মার্ক পেন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৪৯   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ