ব্যাটিং ঝড়ে ইতিহাস, ধারনা পাল্টে দিয়েছে ইংল্যান্ড

Home Page » এক্সক্লুসিভ » ব্যাটিং ঝড়ে ইতিহাস, ধারনা পাল্টে দিয়েছে ইংল্যান্ড
বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫



1434606720mtnews24.jpgবঙ্গনিউজ ডটকমঃ ২০১৫ বিশ্বকাপ এখন অতীত। এই বিশ্বকাপে মোটেই ভালো করেনি ইংল্যান্ড। শক্তিধর নিউজিল্যান্ডকে যেভাবে নাস্তানাবুদ করে হারিয়েছে ইংল্যান্ড এটি এখন বেশ আলোচনায়। এবার শক্তি দেখিয়েছে ইংল্যান্ড।

ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড শক্তির বিবেচনায় কিউদের এমনভাবে উড়িয়ে দিয়েছে সেটি দীর্ঘ দিন স্বরণ রাখতে হবে ক্রিকেট বিশ্বকে। দেশের হয়ে সর্বোচ্চ রান তাড়া করে ওয়ানডে ম্যাচ জিতে ইংলিশরা।

ইংলিশ ব্যাটসম্যানদের ব্যাটিং ঝড়ে নির্মিত হয়েছে ইতিহাস একই সাথে ক্রিকেট বিশ্বের ধারনা পাল্টে দিয়েছে ইংলান্ড। নতুন করে ভাবনায় ফেলে দিয়েছেন তারা। এর আগে ২০০০ সালে পাকিস্তানের ৩০৫ রান তাড়া করে ম্যাচ জেতে ইংল্যান্ড। এবার ৩৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয় ছিনিয়ে আনে তারা।

৪৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে তারা। তাও আবার মাত্র ৩ উইকেট হাতে রেখে। ওয়ানডের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জয় পাওয়ার ঘটনা।

মরগ্যান ও রুট এই জয়ের জোড়া নায়ক। দুই জনেই সেঞ্চুরি করেছেন। রুট ১০৬ রানে অপরাজিত ছিলেন। মরগ্যান ১১৩ রানে আউট হন। অন্যদের মধ্যে ব্যাটিংয়ে নামেন রয়, হেলস ও স্টোকস। নিউজিল্যান্ডের পক্ষে ৩৪৯ রানের টার্গেট দাঁড় করাতে বড় অবদান কেন উইলিয়ামসনের। তিনি ৯০ রান করেন।

অন্যদের মধ্যে হাফসেঞ্চুরি করেন গাবটিল ৫৩ ও ইলিয়ড ৫৫ রান। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ২-২ এ সমতায় রয়েছেন। আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে শিরোপা জয়ের ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৪৩   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ