পৃথিবীর একমাত্র এলিয়েন বিড়াল ম্যাটিলডা!

Home Page » এক্সক্লুসিভ » পৃথিবীর একমাত্র এলিয়েন বিড়াল ম্যাটিলডা!
বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫



image_234555alien-cat-matilda.jpgবঙ্গনিউজ ডটকমঃ এ পৃথিবীর নয় সে। তাকে এক ঝলক দেখলেই এ ধারণা জন্মে। অসংখ্য মানুষ তাকে ভিনগ্রহের কোনো বিড়াল বলেই মনে করেন। তাই ইন্সটাগ্রামে ম্যাটিলডা নামের বিড়ালটির ফলোয়ার ৪০ হাজার।

২ বছর বয়সী স্ত্রী প্রজাতির বিড়ালটির রহস্য ওই দুই চোখে। বিশাল গোলাকার চোখ দুটো দেখলে তাকে পৃথিবীর বিড়াল বলে মনেই হয় না। ইতিমধ্যে তাকে এলিয়েন বিড়াল বলে মনে করছেন অনেক।

ম্যাটিলডার প্রোফাইলে লেখা রয়েছে, ‘আমি এখানে পর্যটক। আমাকে মনোযোগ দিয়ে দেখ। আমার মতো কাউকে দেখেছেন। আমি আমার প্রজাতির কাউকে খুঁজছি’।

তার ওয়েবসাইটে ম্যাটিলডার মনিব লিখেছেন, ও যখন বড় হতে থাকলো, চোখ দুটো অন্য বিড়ালদের মতো দেখাতো না। এক সময় তা অদ্ভুত গোলাকার হয়ে গেলো।

ম্যাটিলডার চোখের লেন্সে সমস্যা ধরা পড়ে। দুটো চোখেই লেন্স দুটো স্বাভাবিক অবস্থান থেকে বিচ্যুত হয়। তখন সে দেখতে পারতো না। তবে চিকিৎসকের কাছে নেওয়ার পর তার চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে।

ম্যাটিলডার ভাই-বোনও রয়েছে। তাদের চোখেও একই সমস্যা। তবে ম্যাটের চোখ দুটো পুরোই ভিন্ন। চোখে সার্জারি করে লেন্স স্বাভাবিক করা যায়। কিন্তু চিকিৎসকের মতে, জন্মগত সমস্যার কারণে চোখে কোলাজেনের ঘাটতি রয়েছে। সার্জারিতে আরো সমস্যা বেড়ে যেতে পারে।

তাই অপারেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাটিলডার মালিক। তার মতে, কোনো সমস্যা নেই। ও এমনিতেই অনেক সুন্দর। তিনি অনেক খুশি, যতক্ষণ এই খুদে এলিয়েন তার সঙ্গে রয়েছেন। সূত্র : হাফিংটন পোস্ট

বাংলাদেশ সময়: ৮:৪৭:৩৯   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ