খালেদাকে বিএনপি থেকে বাদ দেওয়ার আওয়াজ উঠেছে : হানিফ

Home Page » আজকের সকল পত্রিকা » খালেদাকে বিএনপি থেকে বাদ দেওয়ার আওয়াজ উঠেছে : হানিফ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫



image_23464477777.jpgবঙ্গনিউজ ডটকমঃ খালেদা জিয়ার ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির মধ্য থেকে তাকে বাদ দেওয়ার আওয়াজ উঠেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল- আলম হানিফ।

আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

তিনি বলেন, খালেদা জিয়ার ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির মধ্যে তাকে বাদ দেওয়ার আওয়াজ উঠেছে। এ কারণে তিনি বিরাগভাজন হয়েই সরকারের বিরুদ্ধে কথা বলে আলোচনায় থাকতে চাইছেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি স্বপ্রণোদিত হয়েই বলেছে যে, তারা ভারতবিরোধী নয়। মূলত খালেদা জিয়া মোদির সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্যই এ ধরনের কথা বলেছেন। কিন্তু তারা যে আদর্শ লালন করে তা ভারতবিরোধী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাংলাদেশ সফরে এসে সব রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি (মোদি) বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ে আলোচনা না করলেও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। এ থেকেই প্রমাণ হয় খালেদা জিয়ার জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ভারতও উদ্বিগ্ন।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, বিএনপি যে জঙ্গিদের মদদ দিচ্ছে তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারা জামায়াতের মুদ্রার ওপিঠ। জামায়াত- শিবির যে প্রক্রিয়ায় সন্ত্রাস ও নাশকতা চালায় বিএনপিও এখন সেই পথেই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

বৈঠক প্রসঙ্গে হানিফ বলেন, রমজানের মধ্যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। রমজানের পবিত্রতা রক্ষা করেই কীভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ৫:৫৮:২৪   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ