একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়ল

Home Page » প্রথমপাতা » একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়ল
বুধবার, ১৭ জুন ২০১৫



1434553694.jpgবঙ্গনিউজ ডটকমঃ একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইন ও এসএমএস দুই পদ্ধতিতে আবেদন করার সময় তিন দিন বাড়ানো হয়েছে। আগামী ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল ১৮ জুন পর্যন্ত। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়েই আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। বুধবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর কথা জানানো হয়।

 

এবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন ও এসএমএসে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন-আবেদন প্রক্রিয়ার শুরু থেকেই ভোগান্তিও প্রতারণতার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। অনলাইনে আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা দেখছেন-তাদের রোল নম্বর ব্যবহার করে ইচ্ছামতো পাঁচটি কলেজের নাম দিয়ে একটি প্রতারক চক্র তাদের আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন। এ ছাড়া, অনলাইন আবেদনের (স্মার্ট অ্যাডমিশন সিস্টেম) প্রক্রিয়াগত ত্রুটির কারণেও ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। শিক্ষার্থী প্রতারণার সঙ্গে জড়িত বেশ কয়েকটি কলেজকে কারণ দর্শানোর নোটিসও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে (উচ্চ মাধ্যমিক) শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয় গত ৬ জুন। ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৫’ অনুযায়ী ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। ক্লাস শুরু হবে ১ জুলাই।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:০৪   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ