ত্বক সুন্দর রাখে যেসব খাবার

Home Page » বিনোদন » ত্বক সুন্দর রাখে যেসব খাবার
বুধবার, ১৭ জুন ২০১৫



vmo-the-vegetable-marketing-organization-and-fish-marketing3131-x-1263-1881-kb-jpeg-x_87877.jpgবঙ্গনিউজ ডটকমঃ মানুষের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ত্বক। আর সেক্ষেত্রে খাবার অনেকটা ভূমিকা রাখে। এমনকিছু খাবার রয়েছে যা সুন্দর ও আকর্ষণীয় ত্বক পেতে সাহায্য করবে। জেনে নিন এমন সাতটি খাবারের কথা।

১. কালো চকোলেট

প্রতিদিনের সুন্দর ত্বকের জন্য কালো চকোলেট হতে পারে অন্যতম একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি এসিড। যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। কালো চকোলেট ত্বকের রুক্ষতা দূর করে এবং সূর্য রশ্মির ক্ষতিকারক দিক থেকে রক্ষা করে।

২. সামুদ্রিক মাছ

চাপ, উদ্বেগ, বিষণ্নতা দূরীকরণে সামুদ্রিক মাছ হতে পারে চমৎকার খাদ্য। আর মানব দেহের প্রয়োজনীয় ভিটামিন ডি সামুদ্রিক বিভিন্ন মাছ থেকে পাওয়া সম্ভব। আর ভিটামিন ডি হৃদপিণ্ড, হাড় ও মস্তিষ্ককে সুস্থ রাখতে সহায়তা করে। এটি কোলন ক্যান্সার প্রতিরোধ করে ও হাড়ের সমস্যা দূর করে। এ ছাড়া সামুদ্রিক বিভিন্ন মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ও ফ্যাটি এসিড। যা ত্বকের বলিরেখা দূর করে। ত্বককে রাখে আর্দ্র ও কোমল।

৩. নারিকেল তেল

স্যাচিউরেটেড ফ্যাটের অন্যতম উৎস এই নারিকেল তেল। লরিক এসিড (যা বিভিন্ন ইনফেকশন দূরীকরণে ব্যবহৃত হয়) ও ভিটামিন ই সমৃদ্ধ নারিকেল তেল নিয়মিত খেলে ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। ফলে ত্বক থাকে আর্দ্র, নরম ও বলিরেখা মুক্ত। এটা বডি লোশন হিসেবেও ব্যবহার করা যায়।

৪. গ্রীন টি

অ্যামাইনো এসিড, এল-থিনাইন ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস গ্রীন টি। যা চাপ কমাতে সাহায্য করে ও শরীরকে রাখে রিলাক্স। এ ছাড়া এতে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। প্রতিদিন তিন কাপ গ্রীন টি পান করলে ত্বক থাকবে সতেজ।

৫. রঙিন শাক

শাক ও লতাপাতা থেকে পাওয়া যাবে প্রচুর খাদ্য ও পুষ্টিগুন সমৃদ্ধ বিভিন্ন উপাদান। অনেকে এসব খেতে অপছন্দ করলেও এতে রয়েছে শরীরের প্রয়োজনীয় আয়রন, ভিটামিন ই, ভিটামিন এ, খাদ্যআঁশ, উদ্ভিজ্জ আমিষ এবং ভিটামিন সি। এই অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ই ত্বকের জন্য বিশেষ উপকারী।

৬. পেঁপে

পেঁপে অসাধারণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। এতে ক্যালরি খুব কম থাকে এবং কোলেস্টেরল নেই। আপনি যদি একই সাথে ওজন কমাতে চান এবং পুষ্টি চান তাহলে আপনার জন্য পেঁপে হতে পারে একটি আদর্শ খাদ্য। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং সহজে হজম হয়। এতে কয়েক রকমের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ই, বেটা ক্যারোটিন রয়েছে। যা ত্বক সুস্থ রাখার জন্য জরুরি।

৭. গাজর

গাজর শুধু আপনার চোখের জন্য নয়, ত্বকের জন্যও বিশেষ উপকারী। ভিটামিন এ সমৃদ্ধ এই খাবার ত্বকের বাইরের অংশে অতিরিক্ত কোষ জন্মানো প্রতিরোধ করে। গাজর শরীরে মেদ কমাতে, ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। ত্বকের ক্যান্সারের জন্য যেসব কোষ দায়ী গাজর ওইসব কোষ প্রতিরোধ করে। প্রতিদিন অন্তত আধা কাপ গাজর আপনার শরীরকে রাখবে সুস্থ আর ত্বককে রাখবে সতেজ।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:১৮   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ