উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আর্জেন্টিনা

Home Page » এক্সক্লুসিভ » উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আর্জেন্টিনা
বুধবার, ১৭ জুন ২০১৫



1434512042.jpgবঙ্গনিউজ ডটকমঃ শুরুতে হোচট খেলেও এবার বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এগুয়েরোর একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়েছে মেসির দল।

 

বাংলাদেশ সময় বুধবার ভোরে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে লিওনেল মেসির দল। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। আর্জেন্টিনার সঙ্গে সমান তালে এগোচ্ছে প্যারাগুয়েও।

 

চার বছর আগের হারের প্রতিশোধ নিতে প্রথম থেকেই মরিয়া ছিল মেসি-আগুয়েরোরা। তবে ভালো সুযোগ তৈরি হচ্ছিল না। আর্জেন্টিনা প্রথম আক্রমণে যেতে সক্ষম হয় নবম মিনিটে। হাভিয়ের পাস্তুরের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে নেয়া অ্যাঞ্জেল ডি মারিয়ার শট সহজেই রুখে দেন উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। এর পরপরই মারিয়ার আরেকটি শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। অষ্টাদশ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে যাওয়া মেসিকে আটকাতে বক্সের অল্প একটু বাইরে আলভারো পেরেইরা ফাউল করলে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। কিন্তু বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঠিকানা খুঁজে পায়নি। একটু পরই মেসির বাড়ানো বলে পাস্তোরের সোজা শট মুসলেরার গ্লাভসে জমে যায়। প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনার রক্ষণভাগে বেশ চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি উরুগুয়ে।

 

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আর্জেন্টিনাকে জয়সূচক গোলটি এনে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো। আট মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ হারান আগুয়েরো। মাঝমাঠ থেকে একাই আক্রমণে যাওয়া আর্জেন্টিনার এই ফরোয়ার্ড প্রতিপক্ষের বক্সের কাছাকাছি এসে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ৭৫তম মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগটি নষ্ট করে উরুগুয়ে। ম্যাক্সি পেরেইরার দূরপাল্লার জোরালো শটে আর্জেন্টিনা গোলরক্ষক সের্হিও রোমেরো ঝাঁপিয়ে পড়ে ফেরানোর পর বল পেয়ে যান রোলান। কিন্তু উরুগুয়ের এই ফরোয়ার্ডের শট পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ৮১তম মিনিটে আগুয়েরোর বদলে কার্লোস তেভেস নামার পরই আক্রমণে যায় আর্জেন্টিনা; কিন্তু মেসির শট আটকে দেন গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবেল এরনান্দেসের শট রোমেরো ফিরিয়ে দিলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় কোপার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নদের।

 

নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ড্রর হতাশায় পুড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তালিকায় প্যারাগুয়ের সঙ্গে শীর্ষে আছে কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়নরা। গ্রুপের আগের ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারায় প্যারাগুয়ে।

 

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা-জ্যামাইকার এবং উরুগুয়ে-প্যারাগুয়ের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৫:১০:২৫   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ