ডনের মেয়ের জামাই পুলিশ অফিসার!

Home Page » প্রথমপাতা » ডনের মেয়ের জামাই পুলিশ অফিসার!
বুধবার, ১৭ জুন ২০১৫



image_234348untitled-1.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাবা নাম করা ডন। এক সময় ওডিশায় নিজের অপরাধের সাম্রাজ্য চালাতেন ব্রিজেশ সিং। প্রায় দুই দশক বিভিন্ন অপরাধের জন্য ২০০৮ সালে তাঁকে জেলে যেতে হয়। তাতে কী! নিজের মেয়ের বিয়ে তিনি এক পুলিশ অফিসারের সঙ্গেই ঠিক করলেন। নিজে না থাকলেও মেয়ের পাত্র দেখার অনুষ্ঠানে ভিআইপিদের লম্বা লাইন। হবে নাই বা কেন, ব্রিজেশের স্ত্রী বিএসপি নেত্রী। নির্বাচনেও জিতেছেন। তাঁর ভাই এবং ভাইপো দুজনেই রাজনীতির সঙ্গে জড়িত। বিধায়কও হয়েছেন।

গত রবিবার নাদেসরের একটি পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশের বড় কর্তা থেকে বড় বড় নেতা-মন্ত্রী এখানে আমন্ত্রিত ছিলেন। সুরক্ষা ব্যবস্থাও ছিল দেখার মতো। নিমন্ত্রণ ছাড়াও কারও প্রবেশাধিকার ছিল না। এতো গাড়ির ভিড় হয়েছিল যে, আশেপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে তাতে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। ব্রিজেশও বহুবার প্রত্যক্ষ রাজনীতিতে আসার চেষ্টা করেছেন। বিএসপি’র টিকিটে এক বার ভোটেও লড়েছেন। তবে হেরে গিয়েছেন। ব্রিজেশকে প্রার্থী করতে সমস্যা থাকায় তাঁর স্ত্রীকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে বেশ সমালোচিত হয়েছিল বিএসপি। কিন্তু সমালোচনাই সার। ভোটে জিতে তিনি এমএলসিও হন। ব্রিজেশের ভাই এবং ভাইপো দুজনেই রাজনীতিতে রয়েছেন। একজন এমএলসি। অন্যজন বিধায়ক। এমন পরিবারের অনুষ্ঠানে ভিআইপিরা উপস্থিত থাকবেন তা বলাই বাহুল্য।

ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় সবার উপরে থাকা দাউদ ইব্রাহিমের বড় মাহরুখের সঙ্গে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলের বিয়ের খবর বেশ পুরানো হলেও সকলের মনে থাকার কথা। ২০০৫ সালে জুলাই মাসে পাকিস্তানের একটি পাঁচতারা হোটেলে বিরাট ধুমধামের সঙ্গে তাঁদের বিয়ে হয়।

বাংলাদেশ সময়: ১:৪১:২২   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ