ভিআইপি চলাচলে,ঢাকায় যানজটের ভোগান্তির শেষ নাই

Home Page » আজকের সকল পত্রিকা » ভিআইপি চলাচলে,ঢাকায় যানজটের ভোগান্তির শেষ নাই
মঙ্গলবার, ১৬ জুন ২০১৫



256445803_a11b2af631.jpgবঙ্গনিউজ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য দুপুর ১টায় মহাখালী থেকে রওনা হন শিক্ষার্থী আনোয়ার পারভেজ। প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে থেকে বাস থেকে নেমে যান বিজয় সরণি মোড়ে। বাকি পথটুকুও হেঁটেই যেতে হয়েছে তাকে।

সোমবার যারা রাজধানীর সড়কে নেমেছেন, তাদের প্রায় সবাইকেই এ রকম ভোগান্তি পোহাতে হয়েছে। সকাল থেকে তীব্র যানজটে অনেকটা স্থবির ছিল রাজধানীর প্রায় প্রতিটি সড়ক।

বিমানবন্দর সড়কের মহাখালী এলাকা, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, কাকরাইল, বিজয়নগর, গুলিস্তান_ প্রতিটি এলাকায় যানজটে আটকে থাকতে হয়েছে। মহাখালী উড়ালসেতুর ওপরও বিভিন্ন যানবাহনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

পুলিশ বলছে, আগারগাঁও এবং ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতির কর্মসূচি থাকায় তিনি বেরোনোর পাশাপাশি রমজান সামনে রেখে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়।

দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থেকে এসে শেরাটন মোড় দিয়ে বেরোতে প্রায় ৪৫ মিনিট যানজটে আটকে ছিলেন মাহমুদা ইয়াসমিন। তিনি বলেন, কোনো রাস্তা ফাঁকা নেই; সবদিকেই জ্যাম।

ওই এলাকায় কর্মরত একজন ট্রাফিক কনস্টেবল বলেন, ‘আমাদের বলা হয়েছে, এই সড়কে ভিআইপি মুভমেন্ট হবে। এ কারণে তার নিরাপত্তার জন্য রাস্তা আটকে রাখা হয়েছে।’

সোমবার রাষ্ট্রপতি আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫’ উদ্বোধন করেন। পরে সেখান থেকে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে সিএমএইচে যান। দুই কর্মসূচি থেকে সিএমএইচ থেকে বঙ্গভবনে ফেরেন তিনি।

তার যাওয়া-আসার জন্য দীর্ঘক্ষণ রাস্তা আটকে রাখা হয়। আর এতে ভোগান্তিতে পড়ে রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফার্মগেট এলাকায় একটি বাসে ঝুলতে থাকা ফজলুল করীম বলেন, প্রধানমন্ত্রী তো দেশে নেই, এরপরও এত জ্যাম! সাধারণ মানুষের কি কোনো মূল্য নেই?

যানজটের কারণ হিসেবে ঢাকা মহানগর ট্রাফিক ?উপ-কমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান জানান, রাষ্ট্রপতি ১২টার পর মুভ করেন। বঙ্গভবন থেকে বিআইসিসি, সেখান থেকে ক্যান্টনমেন্ট এবং ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন। এছাড়া রমজান উপলক্ষে গাড়ির মুভমেন্ট অন্যান্য দিনের তুলনায় বেশি। এসব কারণেই মূলত যানজট হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৪:২১   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ